ETV Bharat / bharat

Kashi Vishwanath Temple: কাশী বিশ্বনাথ মন্দিরেও শুরু হতে চলেছে নয়া পোশাক বিধি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 8:55 PM IST

Etv Bharat
কাশী বিশ্বনাথ মন্দির

কাশী বিশ্বনাথ মন্দিরে চালু হতে চলেছে পোশাক বিধি ৷ মন্দির কমিটির বৈঠকে এমনই প্রস্তাব আনা হয়েছে ৷ তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

বারাণসী, 27 অক্টোবর: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কাশী বিশ্বনাথ মন্দির ৷ বাবা বিশ্বনাথের দর্শন পেতে সারা বছরই উত্তরপ্রদেশে অবস্থিত এই শৈবতীর্থে ভিড় জমান বহু পুণ্যার্থী ৷ শোনা যাচ্ছে, কাশী বিশ্বনাথ ধামে আগত ভক্তদের ক্রমবর্ধমান ভিড়ের মধ্যে নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে ৷ একদিকে যেমন নিয়মতান্ত্রিকভাবে এখানে বিনামূল্যে কাজ করা শাস্ত্রী ও অন্যান্য ব্যক্তিদের সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তুতি চলছে, তেমনই ভক্তদের জন্য নয়া পোশাক বিধি চালু করার চিন্তাভাবনাও চলছে ৷ এই বিষয়ে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নগেন্দ্র পাণ্ডে শুক্রবার জানান যে, পরবর্তী বৈঠকে পোশাক বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ৷

তিনি এদিন বলেন, "অন্যান্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে এই ব্যবস্থা প্রযোজ্য রয়েছে ৷ সেখানে পোশাক বিধি মেনে তবেই ভগবানকে দর্শন করতে পারেন ভক্তরা ৷ সেই দিক থেকে দেখতে গেলে কাশী বিশ্বনাথ মন্দিরেও একই ব্যবস্থা করা উচিত ৷ আগে নিয়ম অন্য ছিল ৷ তখন ভক্তরা যে কোনও পোশাক পরে বাবা বিশ্বনাথের গর্ভগৃহে প্রবেশ করতে পারতেন ৷ কিন্তু এখন নিয়ম পরিবর্তন হচ্ছে ৷ অতএব, এমন পরিস্থিতিতে চোখকে প্রশান্তি দিতে যথাযথ পোশাক পরে মন্দিরে প্রবেশ করা উচিত ৷"

এই পোশাক বিধি বিষয়ে ট্রাস্টের সভাপতি জানান যে, তিনি বিশ্বাস করেন আমাদের ধর্মীয় সংস্কৃতি অনুসারে পরা পোশাকের সঙ্গে আগামিদিনে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ৷ সনাতন ধর্ম অনুসারে পুরুষদের জন্য ধুতি-কুর্তা এবং মহিলাদের জন্য শাড়ি সেরা পোশাক হিসেবে বিবেচিত হয় ৷ ট্রাস্টের পরবর্তী সভায় এর প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ৷ এছাড়াও মন্দিরে কর্মরত কর্মচারীদের, বিনামূল্যের শাস্ত্রী বা অন্যান্য পুরোহিত বা ব্যবস্থার সঙ্গে জড়িত সকলকে সম্মানজনক সাম্মানিক দেওয়া উচিত ৷ ট্রাস্টের বৈঠকে এই প্রস্তাবও রাখবে ৷

আরও পড়ুন : 'রাম মন্দির নির্মাণ আমাদের ধৈর্যের জয়', বললেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.