ETV Bharat / bharat

কোরোনার ভ্যাকসিনেশনে রাজনীতি নয়, বৈজ্ঞানিক তথ্য প্রকাশের দাবি ইয়েচুরির

author img

By

Published : Jan 6, 2021, 3:05 PM IST

কোরোনার ভ্যাকসিন সব দেশবাসীর জন্য একবারে বিনামূল্যে দেওয়ার দাবি করেন সীতারাম ইয়েচুরি। পাশাপাশি ভ্যাকসিন কতটা নিরাপদ সেই প্রশ্নও তুলেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।

yechury-says-there-shouldnt-be-politics-over-covid-19-vaccine-urges-govt-to-share-scientific-proof
কোরোনার ভ্যাকসিনেশনে রাজনীতি নয়, দাবি ইয়েচুরির

দিল্লি, 6 জানুয়ারি : কোরোনার প্রতিষেধক নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। এমনকি প্রতিষেধকের বৈজ্ঞানিক প্রমাণপত্র সরকারের তরফে প্রকাশ করা উচিত । বুধবার কোরোনার ভ্যাকসিনেশন নিয়ে এমনটাই মন্তব্য করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, কোরোনার ভ্যাকসিন নিয়ে কোনও রাজনীতি কাম্য নয়। এটা নিয়ে রাজনীতি করা মানবতার বিরোধী।

কোরোনার ভ্যাকসিন সব দেশবাসীর জন্য একবারে বিনামূল্যে দেওয়ার দাবি করেন সীতারাম ইয়েচুরি। পাশাপাশি ভ্যাকসিন কতটা নিরাপদ সেই প্রশ্নও তুলেছেন সাধারণ সম্পাদক। ভারত বায়োটেকের কোরোনার ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ এর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না হওয়ার আগেই তা জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়েচুরি। সেখানে ব্রিটেনে ভ্যাকসিনেশন উদাহরণ তুলে ধরেন ইয়েচুরি।

তবে, শুধুই সীতারাম নন। জরুরি ভিত্তিতে কোরোনার ভ্যাকসিনেশন ছাড় দেওয়া নিয়ে রাজনীতি এবং মানুষের স্বাস্থ্যকর সঙ্গে আপোশের অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.