ETV Bharat / bharat

Yashwant on Amarnath Tragedy: অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক সরকার, দাবি যশবন্তের

author img

By

Published : Jul 9, 2022, 5:52 PM IST

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা, তা সরকারের প্রকাশ্যে আনা উচিত বলে দাবি তুলেছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷

yashwant-sinha-says-to-govt-that-place-facts-about-amarnath-tragedy-before-country
Yashwant on Amarnath Tragedy: অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক সরকার, দাবি যশবন্তের

শ্রীনগর, 9 জুলাই : অমরনাথে মেঘভাঙা (Amarnath Cloudburst) বৃষ্টিতে মৃত বহু ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ একই সঙ্গে বিরোধী জোটের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) এই নিয়ে সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ৷ তিনি এই ঘটনার সমস্ত তথ্য দেশবাসীকে জানানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন ৷

শুক্রবার যশবন্ত সিনহা জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) যান ৷ সেখানে কাশ্মীরের বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ ঠিক কতজন মারা গিয়েছেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি ৷

যশবন্ত সিনহা একসময় বিজেপিতে ছিলেন ৷ প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Late Atal Bihari Vajpayee) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ পরে মোদি জমানায় তিনি কোণঠাসা হয়ে পড়েন ৷ তার পর বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন ৷ সম্প্রতি তিনি তৃণমূল থেকেও পদত্যাগ করেন ৷ তার পর রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) বিরোধীদের প্রার্থী হন ৷ তাই তিনি দেশের বিভিন্ন অংশে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করছেন ৷ ভোট চাইছেন ৷

সেই কারণেই তিনি শ্রীনগর যান ৷ ঘটনাচক্রে তার আগেরদিনই অমরনাথের ঘটনাটি ঘটে ৷ সরকারি হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 25 জন ৷ তবে এখনও অনেকে নিখোঁজ ৷ তাঁদের সন্ধানে তল্লাশি চলছে ৷ গত 30 জুন এই বছরের অমরনাথ যাত্রা শুরু হয় ৷ কিন্তু এই দুর্ঘটনার পর তা বাতিল করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Amarnath Cloud Burst: মৃত্যু ছুঁয়েই অমরনাথ থেকে ফিরছেন আসানসোলের 12 জন পুণ্যার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.