ETV Bharat / bharat

China-Pakistan Relation : পাকিস্তান হয়ে চিনে পৌঁছচ্ছে মার্কিন সামরিক প্রযুক্তি, চিন্তিত ভারতের বায়ুসেনা প্রধান

author img

By

Published : Oct 6, 2021, 7:50 PM IST

পাকিস্তান হয়ে চিনে পৌঁছে যাচ্ছে মার্কিন সামরিক প্রযুক্তি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, পাকিস্তানের ভাঁড়ারে থাকা মার্কিন প্রযুক্তি ব্যবহার করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরও অত্যাধুনিক ও প্রাণঘাতী সামরিক পরিকাঠামো গড়ে তুলতে পারে চিন ৷ এই সম্ভাবনাই চিন্তা বাড়াচ্ছে ভারতের ৷ মত বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরীর ৷

Worry is China accessing Western military tech through Pakistan, says IAF chief
China-Pakistan Relation : পাকিস্তান হয়ে চিনে পৌঁছচ্ছে মার্কিন সামরিক প্রযুক্তি, চিন্তিত ভারতের বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, 6 অক্টোবর : পাক-চিন সখ্য নিয়ে যতটা না আশঙ্কা রয়েছে, তার থেকে অনেক বেশি চিন্তার বিষয় হল, পাকিস্তান হয়ে চিনের হাতে পৌঁছনো বিভিন্ন পশ্চিমী প্রযুক্তি ৷ ভারতীয় বায়ুসেনা প্রধানের পদে দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর এমনটাই জানালেন বিবেক রাম চৌধুরী (Air Chief Marshal Vivek Ram Chaudhari) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, চিন ও পাকিস্তানের মধ্যে খুব ভাল সম্পর্ক রয়েছে ৷ কিন্তু তা নিয়ে চিন্তা করার কিছু নেই ৷ ভারত যে কোনও পরিস্থিতির জন্যই তৈরি ৷ কিন্তু পাকিস্তানের হাত ঘুরে সেরা পশ্চিমী প্রযুক্তি চিনের কাছে পৌঁছে যাচ্ছে ৷ আর সেটাই সবথেকে চিন্তার বিষয় ৷

আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের

প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের প্রেক্ষাপটে চিন ও পাকিস্তান আরও কাছাকাছি এসেছে ৷ চিন এবং পাকিস্তান, দুই দেশই কার্যত স্বীকৃতি দিয়ে বসে রয়েছে তালিবান সরকারকে ৷ এর একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করছে ভারত ৷ এখানে যে জিনিসটা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে, তা হল চিন, পাকিস্তান এবং আফগানিস্তান, তিন দেশই ভারতের প্রতিবেশী ৷ তারা সমভাবাপন্ন হলেও ভারতের সঙ্গে তাদের অবস্থান মেলে না ৷ এই অবস্থায় পাক-চিন সখ্য ভারতের মাথাব্যথা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এখানেই বায়ুসেনা প্রধানের বার্তা, পাকিস্তান ও চিন একযোগে ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলে ভারত তার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে ৷

আরও পড়ুন : India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

এদিকে, দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক রয়েছে পড়শি পাকিস্তানের ৷ আমেরিকার কাছ থেকে বহু সামরিক সহযোগিতা ও প্রযুক্তি পেয়েছে পাকিস্তান ৷ বায়ুসেনা প্রধানের আশঙ্কা সত্যি হলে, এবার সেই অত্যাধুনিক প্রযুক্তিই বেজিংয়ের হাতে তুলে দিতে পারে ইসলামাবাদ ৷ ইতিমধ্যেই পাক সেনাবাহিনীর সাজ-সরঞ্জাম ব্যবহার করেছে চিন ৷ তার মধ্যে যুদ্ধবিমান, ডুহোজাহাজ-সহ অত্যাধুনিক সামরিক অস্ত্র-শস্ত্রও রয়েছে ৷ তাছাড়া, চিন ও পাকিস্তান একজোট হলে ভৌগোলিক দিক থেকেও অনেকটা সুবিধাজনক অবস্থায় পৌঁছে যাবে তারা ৷ পাশাপাশি, পাকিস্তানের ভাঁড়ারে থাকা মার্কিন প্রযুক্তি ব্যবহার করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরও অত্যাধুনিক এবং প্রাণঘাতী সামরিক পরিকাঠামো গড়ে তোলা চিনের কাছে অসম্ভব কিছু নয় ৷ আর সেটা হলে চাপ বাড়বে ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.