ETV Bharat / bharat

Woman Shot Dead in Delhi: দিল্লিতে মহিলাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অভিযুক্তেরও

author img

By

Published : Jul 28, 2023, 2:16 PM IST

Woman Shot Dead in Delhi
দিল্লিতে মহিলাকে গুলি করে হত্যা

Woman Shot Dead Near House in Delhi: ব্যক্তিগত সমস্যার জেরে দিল্লিতে মহিলাকে গুলি করে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ তবে, অভিযুক্তও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ যুবকের গুলিবিদ্ধ হওয়া আত্মহত্যা না খুন তা এখনই নিশ্চিত নয় পুলিশ ৷ প্রাথমিকভাবে যুবকের মৃত্যু আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা ৷

নয়াদিল্লি, 28 জুলাই: দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরি এলাকায় এক মহিলাকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার রাত 8টা 45 মিনিট নাগাদ ডাবরি থানায় ঘটনা সম্পর্কে প্রথম খবর আসে ৷ জানা গিয়েছে, রেণু নামে বছর 42-এর ওই মহিলাকে তাঁর বাড়ির বাইরে গুলি করা হয় ৷ ঘটনায় 23 বছরের স্থানীয় এক যুবক আশিসের বিরুদ্ধে মহিলাকে গুলি করার অভিযোগ উঠেছে ৷ তবে, অভিযুক্ত যুবকেরও মৃত্যু হয়েছে ৷ তাঁর বাড়ি থেকেই গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যুবক ওই মহিলাকে গুলি করে হত্যার পর, নিজে আত্মঘাতী হয়েছেন ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো ঘটনা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষ বর্ধন বলেন, ‘‘রেণু এবং আশিসের স্থানীয় একটি জিমে পরিচয় হয়েছিল ৷ সেখান থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্ব হয় ৷ একই সঙ্গে তাঁরা জিমে যেতেন ৷ কোনও ব্যক্তিগত সমস্যার কারণে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয় এবং তার পরেই আশিস রেণুর মাথায় গুলি করে হত্যা করেন ৷’’ ডিসিপি জানিয়েছেন, ওই মহিলাকে মাথায় করা হয়েছে ৷ অভিযুক্ত যুবক আগে থেকে মহিলার বাড়ির কাছে অপেক্ষা করছিলেন ৷ রেণুকে গুলি করার পর বাড়ি ফিরে নিজেকে গুলি করেন ৷

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে, দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে সমস্যা চলছিল ৷ সেই কারণেই রেণুকে তাঁর বাড়ির বাইরে কথা বলার জন্য ডাকেন আশিস ৷ কথার মাঝেই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ তখনই আশিস আগ্নেয়াস্ত্র বের করে রেণুর মাথায় গুলি চালিয়ে দেয় ৷ এর পর নিজের বাড়িতে ফিরে আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের ৷ তবে, আশিসের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট বা সেই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ! গুলি করে হত্যা ব্যবসায়ীকে, প্রাণ গেল দেহরক্ষীরও

ঘটনায় ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের খোল উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভ ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ এই জোড়া মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ বেশ কয়েকটি দল গঠন করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.