ETV Bharat / bharat

Woman Saved Husband: মথুরায় উপস্থিত বুদ্ধিতে স্বামীকে বাঁচালেন স্ত্রী

author img

By

Published : Oct 1, 2022, 9:16 PM IST

নিজের বুদ্ধিমত্তা দিয়ে স্বামীর জীবন বাঁচালেন এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে মথুরায় (Woman Saved Husband) ৷

Woman Saved Husband
মথুরায় উপস্থিত বুদ্ধিতে স্বামীকে বাঁচালেন স্ত্রী

মথুরা, 1 অক্টোবর: মথুরা জংশনে এক মহিলা তাঁর বুদ্ধিমত্তা দিয়ে স্বামীর জীবন বাঁচালেন (Woman Saved Husband)। শনিবার মহিলার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন (Cardiopulmonary Resuscitation) ৷ কিন্তু এমন মুহূর্তে মহিলা সাহস না-হারিয়ে তাঁর স্বামীকে সিপিআর দেন । তাঁর মুখ দিয়ে স্বামীকে নিঃশ্বাস দিতে থাকেন (mouth to mouth cpr) ৷ সেখানে উপস্থিত আরপিএফ কর্মীরাও মহিলাকে সাহায্য করেন । আরপিএফ জওয়ানরা মহিলার স্বামীর হাত-পা মালিশ করতে থাকেন । তাঁদের এই চেষ্টার ফলে হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও মহিলার স্বামীর জীবন রক্ষা পায় ।

আরও পড়ুন: ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী

আরপিএফ সূত্রে খবর, শনিবার সকালে মথুরা জংশনে নিজামুদ্দিন থেকে কোঝিকোড় কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায় । 70 বছর বয়সি কেশবন নামে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল । তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে উপস্থিত আরপিএফ কর্মীরা কেশবনকে সিপিআর দেওয়ার প্রক্রিয়া শুরু করে । এদিকে তাঁর স্ত্রী দয়া প্রায় 10 মিনিট ধরে তাঁর স্বামীকে মুখ দিয়ে শ্বাস দিতে থাকেন । তাঁর চেষ্টায় কেশবনের প্রাণ রক্ষা পায় ।

মথুরায় উপস্থিত বুদ্ধিতে স্বামীকে বাঁচালেন স্ত্রী

জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আরপিএফ কর্মীরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । সবাই মথুরা জংশনে আরপিএফ কর্মীদের মানবতা এবং সাহসিকতার প্রশংসা করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.