ETV Bharat / bharat

Woman Gangraped: আগ্রার হোটেলে 10 দিন বন্দি রেখে মহিলাকে লাগাতার ধর্ষণ ! বিক্রি করা হল তাঁর সন্তানকে

author img

By

Published : Jan 4, 2023, 1:47 PM IST

আগ্রার (Rape in Agra) হোটেলে 10 দিন বন্দি রেখে এক মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল (Woman Gangraped)৷ তাঁর আড়াই বছরের ছেলেকে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ (Gangrape in Agra Hotel)৷

Rape ETV Bharat
ধর্ষণ

আগ্রা, 4 জানুয়ারি: একটি হোটেলে বন্দি করে এক বিধবাকে টানা 10 দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল আগ্রায় (Woman Gangraped)৷ মির্জাপুরের ট্রান্সযমুনা এলাকার ঘটনা (Rape in Agra)৷ নিগৃহীতার সন্তানকেও অভিযুক্তরা গুরুগ্রামে বিক্রি করে দেয় বলে অভিযোগ । এই ঘটনায় প্রথমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে চুনার পুলিশ ৷ এরপর ধৃতদের নিয়ে 10 দিন পর আগ্রায় পৌঁছয় চুনার পুলিশ । সেই হোটেলে গিয়ে সেখান থেকে আরও দুজনকে হেফাজতে নেওয়া হয় (Gangrape in Agra Hotel)৷ মঙ্গলবার মির্জাপুর জেলা হাসপাতালে নিগৃহীতার শারীরির পরীক্ষা-নীরিক্ষা হয়েছে ৷

নিগৃহীতার স্বামী বছর দুই আগে মারা গিয়েছেন । কঠোর পরিশ্রম করে তাঁর আড়াই বছরের সন্তানের দেখাশোনা করেন তিনি । নিগৃহীতা জানিয়েছেন, এলাকার এক মহিলা তাঁকে ভালো কাজ ও ভালো আয়ের স্বপ্ন দেখিয়েছিলেন । তাতে তিনি রাজি হয়ে গেলে 3 জন মহিলা-সহ 4 জন তাঁকে ও তাঁর সন্তানকে আগ্রায় নিয়ে যায় । তাঁদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় । সেই সময় তাঁদের 2-3 লাখ টাকায় বিক্রি করার কথা বলা হয় । এতে বাধ সাধলে বিধবা ওই মহিলাকে তিনজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷ তাঁর আড়াই বছরের ছেলেকে তাঁর থেকে সরিয়ে রাখা হয় ৷

মির্জাপুরের ওই মহিলাকে ট্রান্সযমুনা এলাকার একটি হোটেলে বন্দি করে রাখা হয়েছিল ৷ টানা 10 দিন ধরে ওই হেটেলেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । তাঁর আড়াই বছরের ছেলেকেও গুরুগ্রামে বিক্রি করে দেয় অভিযুক্তরা । চুনার থেকে গ্রেফতার দুই অভিযুক্তকে নিয়ে মঙ্গলবার আগ্রা পৌঁছয় চুনার পুলিশ । প্রায় 5 ঘণ্টা ধরে রামবাগ এবং ট্রান্স যমুনার হোটেলগুলিতে তল্লাশি চালানো হয় ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

নিগৃহীতা মহিলাকে ওই হোটেল থেকে উদ্ধার করে পুলিশ ৷ তাঁর অভিযোগ, প্রতিদিনই তাঁকে গণধর্ষণ করা হত । তাঁর আড়াই বছরের ছেলেকে গুরুগ্রামের এক মহিলার কাছে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নিগৃহীতা । তাঁর সন্তানের খোঁজে গুরুগ্রামে গিয়েছে চুনার ও আগ্রা পুলিশের একটি দল । অভিযোগকারী জানিয়েছেন, গুরুগ্রামের এক মহিলা কিছু লোকের সঙ্গে শিশুটিকে নিতে ওই হোটেলে এসেছিলেন । পুলিশ আশপাশের সিসিটিভিও নিজেদের দখলে নিয়ে তদন্ত শুরু করেছে । চুনার ও আগ্রা পুলিশের যৌথ দল শিশুটির সন্ধানে গুরুগ্রামে চিরুনি তল্লাশি চালাচ্ছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.