ETV Bharat / bharat

Wrestlers Protest: কুস্তিগীরদের আন্দোলনে আপনি চুপ কেন ? সচিনের বাড়ির সামনে পোস্টার মুম্বই যুব কংগ্রেসের

author img

By

Published : Jun 2, 2023, 5:46 PM IST

কুস্তিগীরদের ন্যায়বিচারের দাবিতে কেন মুখ খুলছেন না ক্রিকেট কিংবদন্তি ভারতরত্ন সচিন তেন্ডুলকর ! মাস্টার ব্লাস্টারের বাড়ির সামনে ব্যানার ফেলল মুম্বই যুব কংগ্রেস ৷ সচিনের কাছে তাদের আর্জি, কুস্তিগীরদের ন্যায়বিচার দিতে এবং যৌন হেনস্থায় অভিযুক্ত কোচদের বিচার ব্যবস্থার সামনে আনা যায়, সেই চেষ্টা যাতে তিনি করেন ৷

Wrestlers Protest ETV BHARAT
Wrestlers Protest

মুম্বই, 2 জুন: ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীদের আন্দোলনকে কার্যত বলপ্রয়োগ করে দমন করেছে দিল্লি পুলিশ ৷ এই ইস্যুতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের সমর্থন করেছেন, নীরজ চোপড়া, ইরফান পাঠান এবং অনীল কুম্বলের মতো তারকা ক্রীড়াবিদরা ৷ কিন্তু, ক্রীড়াবিদের উপর সেই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেননি ‘ভারতরত্ন’ সচিন তেন্ডুলকর ৷ তাই এবার ভারতরত্নকে সরাসরি সেই প্রশ্ন করল মুম্বই যুব কংগ্রেস ৷

সচিনের মুম্বইয়ের বাড়ির সামনে একটি বড় ব্যানার লাগানো হয়েছে ৷ সেখানে প্রশ্ন করা হয়েছে, ‘‘আপনি কেন চুপ কুস্তিগীরদের এই আন্দোলন নিয়ে ?’’ মুম্বই যুব কংগ্রেসের ওই ব্যানারে লেখা হয়েছে, ‘‘সচিন তেন্ডুলকর, আপনি একজন ‘ভারতরত্ন’ ৷ একজন প্রাক্তন সাংসদ এবং সর্বপরী ক্রিকেট কিংবদন্তী ৷ কিন্তু, কুস্তিগীররা কোচদের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, তা নিয়ে আপনি চুপ কেন ? এই কোচদের বিরুদ্ধে বছরের পর বছর তরুণ মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ উঠেছে ৷ আপনার কথার গুরুত্ব আছে ৷ আপনি সেটাকে এই মেয়েগুলোকে সাহায্য করতে ব্যবহার করুন ৷ দয়া করে সুবিচারের দাবিতে আওয়াজ তুলুন ৷’’

আরও পড়ুন: 5 জুন ব্রিজভূষণের জনসভার আবেদন খারিজ অযোধ্যা প্রশাসনের

মুম্বই যুব কংগ্রেসের তরফে এও দাবি জানানো হয়েছে, সচিন যাতে নিজের ক্ষমতা প্রয়োগ করেন ৷ যাতে সেই সকল অভিযুক্ত কোচদের বিচারবিভাগের সামনে নিয়ে যাওয়া যায় ৷ পাশাপাশি, মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে নিশ্চিত করে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া ৷ সেটাও যেন সচিন তেন্ডুলকরের মাধ্যমে সুনিশ্চিত করার দাবি জানিয়েছে কংগ্রেস যুব সংগঠন ৷ তবে, শুধু সচিন তেন্ডুলকর নন ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটার এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷

আরও পড়ুন: পাশে থাকার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন ভিডিয়ো পোস্ট সাক্ষীর

উল্লেখ্য, গত বুধবার কুস্তিগীররা তাঁদের পদক গঙ্গায় বিসর্জন দিতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁদের বাধা দেন কৃষি আন্দোলনের নেতা নরেশ টিকায়েত ৷ তিনি সাক্ষী, ভিনেশ এবং বজরংদের থেকে 5 দিনের সময় চেয়ে নেন ৷ এরপর সেই মতো গতকাল তাঁরা সরকারকে 5 দিনের সময় বেঁধে দিয়েছেন ৷ 5 দিনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, হরিদ্বারে ‘হরি কি পৌরি’র ঘাট থেকে গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.