ETV Bharat / bharat

Blood Donation Awareness: রক্তদানের বার্তা নিয়ে সাইকেলে প্রয়াগরাজ পৌঁছলেন হুগলির জয়দেব

author img

By

Published : Oct 30, 2022, 9:20 PM IST

প্রতি ঘরে রক্তদাতা, এই বিষয়ে সচেতনতার বার্তা প্রচারে 25 হাজার কিমি সাইকেলে পাড়ি দিলেন পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা জয়দেব রাউত(Blood Donation Awareness)৷ রবিবার তিনি প্রয়াগরাজে পৌঁছন ৷ সেখান থেকে এবার লখনউ যাবেন ৷

Etv Bharat
রক্তদানের বার্তা নিয়ে সাইকেলে প্রয়াগরাজ পৌঁছলেন হুগলির জয়দেব

প্রয়াগরাজ, 30 অক্টোবর: রক্তদানে সচেতনতার উদ্দেশ্য সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ থেকে পাড়ি দিয়ে শুক্রবার প্রয়াগরাজে পৌঁছলেন জয়দেব রাউত (West Bengal Man Blood Donation Awareness Lucknow Blood Donors Aware Cycle Tour)৷ এখনও 25 হাজার কিমি রাস্তা যেতে হবে তাঁকে ৷ সাইকেল যাত্রায় এহেন উদ্যোগে স্থানীয়রা অভ্যর্থনা জানান জয়দেবকে ৷

এই বিষয়ে জয়দেব জানান, তিনি দেশের প্রতিটি জেলায় যাবেন ৷ রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে যে নেতিবাচক চিন্তাভাবনা রয়েছে তা পরিবর্তন করতেই এই লম্বা সফরে বেরিয়েছেন তিনি ৷

পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা জয়দেব 1 অক্টোবর রক্তদান দিবসের (Blood Donation) দিন এই সাইকেল যাত্রা শুরু করেন ৷ ভারতের প্রতিটি ঘরে ঘরে রক্তদাতা পাওয়ার উদ্দেশ্যে তাঁর এই যাত্রা বলে জানান জয়দেব ৷

রক্তদানের বার্তা নিয়ে সাইকেলে প্রয়াগরাজ পৌঁছলেন হুগলির জয়দেব

আজকের সময় যেখানে রক্ত পাওয়া রীতিমতো কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে জয়দেবের মতো মানুষ সমাজের কথা ভাবছেন ৷ রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা ভ্রান্ত ধারণা দূর করে তাঁদের সচেতন করতে তিনি সারাদেশ সাইকেলে সফরের সিদ্ধান্ত নিয়েছেন ৷ এবার প্রয়াগরাজ থেকে তাঁর যাত্রা লখনউ ৷ জয়দেব সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করবেন বলে জানান ৷

আরও পড়ুন : 'হর ঘর রক্তদাতা' বার্তা নিয়ে সাইকেল যাত্রা হুগলির বাসিন্দার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.