ETV Bharat / bharat

টুইটারে নববর্ষের শুভেচ্ছা মমতার

author img

By

Published : Apr 15, 2021, 2:03 PM IST

নববর্ষের শুভেচ্ছা জানাতে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "নব আনন্দে জাগো"-র এক ছত্র লিখে মানুষের সুখ-শান্তি কামনা করলেন ৷ আশা রাখলেন, 1428 সবার নিরাপদে কাটবে, আনন্দে কাটবে ৷

নববর্ষে মমতা টুইট ৷
নববর্ষে মমতা টুইট ৷

কলকাতা, 15 এপ্রিল: পয়লা বৈশাখে টুইটারে নববর্ষের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই করোনা পরিস্থিতিতে মানুষের আনন্দে এবং নিরাপদে জীবন যাপনের কামনায় রবি ঠাকুরের গানের লাইন তুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী ৷ নব আনন্দে জাগো-র এক ছত্র তুলে কামনা করলেন সকলের সুখ-শান্তি ৷

এদিন বেলার দিকে টুইটে মমতা লেখেন, ""নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ।।" শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে ।"

  • "নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
    শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।।"

    শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
    ১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।

    — Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও পশ্চিমবঙ্গের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান টুইটারে ৷ মিনিট তিনেকের একটি মনোজ্ঞ ভিডিয়ো শেয়ার করে মোদি লেখেন, "পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক !" বাংলা এবং ইংরেজিতে টুইটি শেয়ার করেন মোদি ৷ মোদির এই পোস্টটি পুনরায় শেয়ার করেন অমিত শাহ ৷ তিনি হিন্দি এবং বাংলায় পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.