ETV Bharat / bharat

দেশের মানুষকে বঞ্চিত করে টিকা রফতানি করেনি সেরাম, দাবি পুনাওয়ালার

author img

By

Published : May 18, 2021, 8:36 PM IST

দেশের মানুষকে বঞ্চিত করে কখনই বিদেশে টিকা রফতানি করেনি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ মঙ্গলবার বিবৃতি জারি করে একথা জানালেন সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা ৷ বিদেশে কোভিশিল্ড রফতানি নিয়ে সমালোচনার জবাব দিতেই তাঁর এই বিবৃতি বলে মনে করা হচ্ছে ৷

we never exported vaccines at the cost of people in india poonawalla
দেশের মানুষকে ব্রাত্য করে টিকা রফতানি করেনি সেরাম, দাবি আদর পুনাওয়ালার

থানে, 18 মে : কোভিড আবহে সমালোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে ৷ এবার সেই সমালোচনারই জবাব দিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদর সি পুনাওয়ালা ৷ মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেন তিনি ৷ তাতে আদর জানান, তাঁরা সবসময় দেশের মানুষকে প্রাধান্য দিয়েছেন ৷ দেশবাসীকে ব্রাত্য করে তাঁদের সংস্থা বিদেশে টিকা রফতানি করেনি ৷ সবসময়েই তাঁদের সংস্থা চেষ্টা করেছে, কীভাবে এই অতিমারির সময়ে দেশবাসীর পাশে থাকা যায় ৷

প্রসঙ্গত, চলতি বছরের প্রথমের দিকেই বিদেশে প্রচুর পরিমাণে কোভিশিল্ড রফতানি করে সেরাম ৷ যা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর ৷ এই প্রসঙ্গে আদরের বক্তব্য হল, সেই সময় ভারতে করোনার প্রকোপ অনেকটাই কম গিয়েছিল ৷ সেই কারণেই টিকা বিদেশে রফতানি করা হয়েছিল ৷

we never exported vaccines at the cost of people in india poonawalla
সেরামের কর্ণধারের তরফে প্রকাশ করা বিবৃতি ৷

আরও পড়ুন : ঐতিহাসিক মুহূর্ত : ভ্যাকসিন সরবরাহের পর বললেন পুনাওয়ালা

এই প্রসঙ্গে আদরের সাফাই, চলতি বছরের প্রথম দিকে ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হলেও অন্যান্য অনেক দেশের অবস্থা শোচনীয় ছিল ৷ সেই কারণেই সেই সমস্ত দেশে টিকা রফতানি করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কারণ, ওইসব দেশের আক্রান্তদের সাহায্য দরকার ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.