ETV Bharat / bharat

কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুলকে শকুন বলে কটাক্ষ হর্ষ বর্ধনের

author img

By

Published : May 27, 2021, 5:20 PM IST

কোভিড পরিসংখ্যান নিয়ে কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুল গান্ধিকে শকুন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ রাগার বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করারও অভিযোগ করেন তিনি ৷

"Vulture": health minister Harsh Vardhan Retaliates Over Rahul Gandhi's Covid Death Tweet
কেন্দ্রকে মিথ্যেবাদী বলায় রাহুলকে শকুন বলে কটাক্ষ হর্ষ বর্ধনের

নয়াদিল্লি, 27 মে : দেশের কোভিডের পরিসংখ্যান নিয়ে মন্তব্য করার জন্য কেন্দ্রের তীব্র আক্রমণের মুখে পড়তে হল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ৷ তাঁকে শকুন বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ কোভিডে মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

টুইটে হর্ষ বর্ধন লিখেছেন, "ভারতীয় কংগ্রেসের স্টাইল, মৃতদেহ নিয়ে রাজনীতি ! যদিও শকুনরা গাছ থেকে উধাও হয়ে যাচ্ছে ৷ তবে তাদের আত্মা পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো শকুনদের উপর ভর করেছে ৷ রাহুল গান্ধিজি দিল্লির থেকেও বেশি বিশ্বাস করেন নিউ ইয়র্ককে ৷ পৃথিবীর এই শকুনদের থেকে শেখা উচিত যে, লাশ নিয়ে কীভাবে রাজনীতির খেলায় মাততে হয় ৷"

আরও পড়ুন: ভারতে বাক-স্বাধীনতার উপর হুমকি ! উদ্বিগ্ন টুইটার 3 মাস সময় চাইল কেন্দ্রের কাছে

কোভিডের মৃত্যুর পরিসংখ্যান কেন্দ্রীয় সরকার লুকোচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম । আমেরিকার সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে নরেন্দ্র মোদি সরকারের দেওয়া কোভিড পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ সেই প্রতিবেদন তুলে ধরে কেন্দ্রকে মিথ্যেবাদী বলে তোপ দেগেছিলেন রাহুল গান্ধি ৷ তিনি টুইটে লিখেছিলেন, "সংখ্যা কখনও মিথ্যে বলে না...মিথ্যে বলে ভারত সরকার ৷" তাঁর এই মন্তব্যেই মেজাজ হারান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ শকুন বলে কটাক্ষ করেন রাগাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.