ETV Bharat / bharat

New Capital of Andhra Pradesh: বড় ঘোষণা জগনমোহন রেড্ডির, অন্ধ্রের নতুন রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম

author img

By

Published : Jan 31, 2023, 3:27 PM IST

Updated : Jan 31, 2023, 5:49 PM IST

ETV Bharat
জগনমোহন রেড্ডি

রাজ্যের নতুন রাজধানী হিসেবে বিশাখাপত্তনমকেই বেছে নিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে নয়া রাজধানীর নাম ঘোষণা করেছেন তিনি (Andhra Pradesh new capital)৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি: দেশের রাজধানী নয়াদিল্লিতে বসে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy) ৷ মঙ্গলবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ঘোষণা করেছেন এই রাজ্যের নতুন রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম (ভাইজ্যাক) ৷ এদিন এই বড় ঘোষণা করে জগনমোহন বলেন, "আমি আপনাদের সকলকে বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাচ্ছি ৷ আগামী দিনে এই শহরই আমাদের রাজধানী হতে চলেছে ৷ আমিও আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে চলে যাব ৷"

অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগে আগামী 3 ও 4 মার্চ বিশাখাপত্তনমে বসতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন ৷ এই সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে এদিন এই ঘোষণা করেছেন জগনমোহন রেড্ডি ৷ দেশ-বিদেশের শিল্পপতিদের বিশাখাপত্তনমের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল নতুন রাজ্য তেলাঙ্গানা ৷ নতুন এই রাজ্যের রাজধানী হয় হায়দরাবাদ ৷ নতুন রাজধানী তৈরি না-হওয়া পর্যন্ত সরকারিভাবে হায়দরাবাদ ছিল অন্ধ্রেরও রাজধানী ৷ তবে এতদিন অন্ধ্রের সরকার পরিচালিত হত অমরাবতী থেকে ৷ এবার এই রাজ্যের রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম (Visakhapatnam to be the new capital of Andhra) ৷

আরও পড়ুন: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, 2015 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন চন্দ্রবাবু নাইডু সরকার অমরাবতীকেই নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল ৷ পরে ক্ষমতায় এসে 2020 সালে জগনমোহন রেড্ডি রাজ্যে তিনটি রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন ৷ সেই প্রস্তাব অনুযায়ী, বিশাখাপত্তনম কার্যনির্বাহী রাজধানী, অমরাবতী বিধানসভা রাজধানী ও কুর্নুলকে বিচার বিভাগীয় রাজধানী হিসেবে গড়ে তোলার কথা ছিল ৷ কিন্তু অমরাবতীকে রাজধানী হিসেবে গড়ে তুলতে যে 29 হাজার কৃষক জমি দিয়েছিলেন তাঁদের প্রতিবাদের জেরে সেই প্রস্তাব বাতিল হয় ৷ এবার বিশাখাপত্তনমকেই রাজ্যের পুর্নাঙ্গ রাজধানী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করলেন জগনমোহন রেড্ডি ৷

Last Updated :Jan 31, 2023, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.