ETV Bharat / bharat

Car Crushes Girls: পরপর সাইকেলে ধাক্কা বেপরোয়া গাড়ির, হাসপাতালে 7 ছাত্রী; দেখুন ভিডিও

author img

By

Published : Jun 6, 2023, 8:10 PM IST

বিহারের বেতিয়ায় পরপর সাইকেলে ধাক্কা মারল একটি বেপরোয়া গাড়ি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি 7 জন ছাত্রী ৷

Car Crushes Girls in Bihar
Car Crushes Girls in Bihar

পরপর সাইকেলে ধাক্কা বেপরোয়া গাড়ির, দেখুন ভিডিও

বেতিয়া, 6 জুন: বেপরোয়া গাড়ি পরপর ধাক্কা মারল সাতটি সাইকেলকে ৷ সাইকেলে চড়ে কোচিং ক্লাসে যাওয়ার সময় তীব্র গতিতে ছুটে আসা একটি বোলেরোর ধাক্কায় গুরুতর জখম হলেন সাতজন দশম শ্রেণির ছাত্রী ৷ এই দুর্ঘটনায় পথচলতি আর এক ব্যক্তিও জখম হন ৷ দুর্ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে ৷

সিসিটিভি থেকে পাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার এক ধার দিয়েই সারি বেঁধে সাইকেলে চড়ে এগোচ্ছিল সাতজন ছাত্রী ৷ আচমকা তাদের একে একে সবাইকে ধাক্কা মারে একটি বোলেরো ৷ তীব্র গতিতে ছুটে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর সাইকেলগুলিকে ধাক্কা মারে বলে মনে করা হচ্ছে ৷

দেখা গিয়েছে, গাড়ির ধাক্কায় ছাত্রীরা সাইকেল থেকে রাস্তায় পড়ে যায় ৷ একজন ছাত্রী সাইকেল থেকে ছিটকে গাড়ির বনেটের উপর গিয়ে পড়ে ৷ এরপর ওই অবস্থাতেই তাকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 20 ফিট পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি । এই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকেও দ্রুতগামী গাড়িটি ধাক্কা মারে ৷ আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । তারা বেতিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয়রা জানিয়েছেন, বোলেরোর চালক একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন । লরিয়া পুলিশ গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে ।

আরও পড়ুন: কাঞ্চিপুরমে পথ দুর্ঘটনায় 3 শিশু-সহ মৃত 5, আহত এক

এই ঘটনায় লরিয়া থানার ইনচার্জ কৈলাশ মাহাত বলেন, বোলেরো গাড়িটি বিয়েবাড়ি থেকে ফিরছিল । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে । যারা আহত হয়েছে তারা হল, সন্ধ্যা কুমারী, লাস্টনা কুমারী, অঞ্জলি কুমারী, মমতা কুমারী, ছোট কুমারী, পূজা কুমারী, রূপেশ কুমার । এই ঘটনার পরে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ।

আহত এক ছাত্রীর আত্মীয় জানিয়েছেন, "সবাই কোচিংয়ে পড়তে যাচ্ছিল । সবাই ম্যাট্রিকুলেশনের ছাত্রী । সেই সময় পেছন থেকে বোলেরো তাদের ধাক্কা দেয় । লরিয়ার হিরো এজেন্সির কাছে এই দুর্ঘটনা ঘটে । সবাই আহত হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.