ETV Bharat / bharat

Satyendra Jain: কারাকক্ষে জেল সুপারের সঙ্গে বৈঠকে সত্যেন্দ্র, ফের প্রকাশ্যে ভিডিয়ো

author img

By

Published : Nov 26, 2022, 1:05 PM IST

আর্থিক তছরূপ মামলায় ইডি (ED) গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে (Satyendra Jain) ৷ তিনি আপাতত তিহাড় জেলে বন্দি ৷ সেখানেই জেল সুপারের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

video-of-jailed-minister-meeting-jail-superintendent-surfaces-at-tihar
Satyendra Jain: কারাকক্ষে জেল সুপারের সঙ্গে বৈঠকে সত্যেন্দ্র, ফের প্রকাশ্যে ভিডিয়ো

নয়াদিল্লি, 26 নভেম্বর: দিল্লি সরকারের (Delhi Government) জেলবন্দি মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল ৷ আম আদমি পার্টির (Aam Aadmi Party) এই নেতাকে এবার কারাকক্ষের মধ্যেই এক জেল সুপারের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে ৷ শনিবারই এই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে ৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) এই মন্ত্রী এখন তিহাড় জেলে বন্দি ৷ সম্প্রতি জেলবন্দি এই মন্ত্রীর দু’টি ভিডিয়ো সামনে আসে ৷ একটিতে দেখা যায় তিনি কারাকক্ষের মধ্যেই ম্যাসাজের পরিষেবা নিচ্ছেন ৷ দ্বিতীয় ভিডিয়োটিতে তাঁকে এমন খাবার খেতে দেখা যাচ্ছে, যা সাধারণ জেলে পাওয়া যায় না ৷

দু’বারই এই নিয়ে আপ (AAP)-কে নিশানা করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ এবারও বিজেপির (BJP) নেতারা নয়া এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ দিল্লিতে বিজেপির মিডিয়া সেলের প্রধান হরিশ খুরানা টুইটে লিখেছেন, ‘‘সৎ মন্ত্রী জৈনের নতুন ভিডিয়োটি একবার দেখুন ৷ জেলবন্দী মন্ত্রীর কাছে রাত 8টায় জেল সুপারের হাজিরা ৷’’

সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে ইডির (ED) তরফে ৷ চলতি বছরের 31 মে থেকে তিনি জেলবন্দি ৷ জেলে তাঁকে বিশেষ ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগে ইতিমধ্যেই একজন জেল সুপার সাসপেন্ড হয়েছেন ৷

যদিও এভাবে ভিডিয়ো সামনে আনার ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে আপ ৷ তাদের অভিযোগ, দিল্লি পৌরনিগমের (MCD Polls 2022) ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করতে চায় বিজেপি ৷ তাই এই ধরনের ভিডিয়ো সামনে আনছে ৷

আরও পড়ুন: 'কেজরিকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি', তদন্তের দাবি সিসোদিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.