ETV Bharat / bharat

AAP MLA Slapped by Her Husband: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Sep 2, 2022, 9:17 AM IST

Updated : Sep 2, 2022, 9:55 AM IST

Video of AAP MLA Baljinder Kaur Slapped by Her Husband Surfaces Online
Video of AAP MLA Baljinder Kaur Slapped by Her Husband Surfaces Online

তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরকে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷

ভাটিন্ডা (পঞ্জাব), 2 সেপ্টেম্বর: পঞ্জাবের আপ বিধায়ককে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো ৷ 10 জুলাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরের (AAP MLA Baljinder Kaur) সঙ্গে তাঁর স্বামী সুখরাজ সিংয়ের তর্কাতর্কি চলছে ৷ সেই কথা কাটাকাটির মাঝেই স্ত্রীকে সপাটে চড় মারেন সুখরাজ ৷

তবে, বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা সুখরাজ সিংকে (Sukhraj Singh) সরিয়ে নিয়ে যায় ৷ অন্যদিকে, স্বামীর এহেন কাজে বিধায়ক বলজিন্দর কৌরকে মুখ চাপা দিয়ে কাঁদতে দেখা গিয়েছে ৷ তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷ এমনকি তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগও দায়ের করেননি ৷ তবে, বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাবের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি ৷ তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখেছেন এবং এই ঘটনায় নোটিশ পাঠাবেন বলে ঠিক করেছেন ৷

বচসা চলাকালীন বিধায়ক স্ত্রীকে চড় মারলেন স্বামী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসা, সাহায্য চেয়ে মহিলা কমিশনে আর্জি

আপের মাজহা অঞ্চলের যুব শাখার শীর্ষনেতা সুখরাজ সিংকে 2019 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলজিন্দর কৌর ৷ প্রসঙ্গত, বলজিন্দর কৌর 2009 সালে পাটিয়ালার পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল করেছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি ফতেহগড় সাহিবে মাতা গুজরি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন ৷ তবে, প্রশ্ন উঠছে, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতেই পারে ৷ কিন্তু, একজন জনপ্রতিনিধি যদি গার্হস্থ্য হিংসা (Domestic violence) সহ্য চুপ থাকেন তবে, বাকি মহিলাদের কাছে কী বার্তা পৌঁছল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে !

Last Updated :Sep 2, 2022, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.