ETV Bharat / bharat

Chardham Yatra 2022 : চারধাম যাত্রায় 20 দিনে মৃত্যু 57 জনেরও বেশি তীর্থযাত্রীর

author img

By

Published : May 22, 2022, 10:35 PM IST

Chardham Yatra 2022
চারধাম যাত্রা 2022

এই বছর উত্তরাখন্ডে চারধাম যাত্রা (Chardham Yatra 2022) শুরু হয় 3 মে ৷ সরকারি মতে সেই দিন থেকে শুরু করে 22 মে পর্যন্ত 57 জনেরও বেশি তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ কিন্তু এতজনের মৃত্যুর কারণ কী ? কী বলছেন বিশেষজ্ঞ ?

দেরাদুন, 22 মে : উত্তরাখন্ডে দুর্গম চারধাম যাত্রায় 20 দিনে প্রাণ হারালেন 57 জনেরও বেশি তীর্থযাত্রী (Uttarakhand 57 Pilgrims Have Lost Their Lives During Chardham Yatra Since Pilgrimage Began on May 3)৷ কিন্তু এতজনের মৃত্যুর কারণ কী (Died in Chardham)? এই বিষয়ে উত্তরাখন্ডের স্বাস্থ্য বিষয়ক ডিরেক্টর জেনারেল (ডিজি) শৈলজা ভাট জানান, তীর্থযাত্রীদের বেশিরভাগেরই মৃত্যুর পিছনে প্রাথমিক কারণ হিসেবে রয়েছে হার্ট অ্যাটাক ও দুর্গম খাড়াই পথে ওঠার ক্লান্তি ৷

আরও পড়ুন : Kedarnath Temple Dog News : কেদারনাথে কুকুরের পা ঠেকিয়ে নন্দীর পুজো ! পোষ্যের মালিকের খোঁজে পুলিশ

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "চারধাম যাত্রা পথে বেশিরভাগ তীর্থযাত্রী মারা গিয়েছেন হার্ট অ্যাটাক ও পথশ্রমের ক্লান্তিতে ৷ এখন যাতায়াতের পথে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ৷ যাদের চারধাম যাত্রা করার মতো শারীরিক অবস্থা নেই তাদের আর ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

3 মে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপস্থিতিতে ভক্তদের জন্য গঙ্গোত্রী ও যমুনোত্রী পোর্টাল খোলার মাধ্যমে চারধাম যাত্রা শুরু হয় ৷ এর মধ্যে 6 মে কেদারনাথ যাত্রা শুরু হয় ও বদ্রীনাথের দরজা খোলা হয় 8 মে ৷ বহু পুণ্যার্থী বছর ভর এই চারধাম যাত্রার জন্য অপেক্ষায় থাকেন ৷ দুর্গম এই পাহাড়ি পথের যাত্রায় প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও পুণ্যার্জনের আশায় তীর্থযাত্রীরা পাড়ি জমান চারধামের উদ্দেশে ৷

আরও পড়ুন : Badrinath Route Stopped : কর্নপ্রয়াগে জাতীয় সড়কে পাহাড় থেকে নেমে এল বোল্ডার, বন্ধ বদ্রীনাথ যাত্রা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.