ETV Bharat / bharat

UP Slapgate: সংখ্যালঘু ছাত্রকে চড়, যোগীর সরকারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 5:01 PM IST

NHRC issues notice on UP Slapgate incident: সংখ্যালঘু ছাত্রকে সহপাঠীদের দিয়ে চড় মারার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠল জাতীয় মানবাধিকার কমিশন ৷

UP Slapgate
সংখ্যালঘু ছাত্রকে চড়

লখনউ, 29 অগস্ট: যোগীরাজ্যে মুজফফরনগরে শিক্ষিকার ধর্মীয় বিদ্বেষের শিকার হতে হয়েছিল খুদে সংখ্যালঘু ছাত্রকে ৷ শিক্ষিকার নির্দেশে তাকে চড় মেরেছিল তারই সহপাঠী ৷ এই নির্মম ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট দেখার পর তারা স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে ৷

স্কুলটি উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার খুব্বাপুর গ্রামে অবস্থিত । জানা গিয়েছে, বিদ্বেষের শিকার ছাত্রের পরিবার বলেছে যে, ক্লাস চলাকালীন নামতা বলতে ভুল করায় শিক্ষিকা তাকে মারতে নির্দেশ দেয় ক্লাসেরই অন্য ছাত্রদের ৷ ওই ঘটনার ভিডিয়ো 25 অগস্ট ভাইরাল হয় ৷ তারপরই এই ঘটনা নিয়ে শুরু হয় তীব্র নিন্দার ঝড় ৷ ওই শিক্ষক এবং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে ৷

জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ জারি করে তার পর্যবেক্ষণে জানিয়েছে, মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু যদি সত্যি হয়, তাহলে আক্রান্তের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এই ঘটনায় চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজিকে ৷

আরও পড়ুন: সংখ্যালঘু ছাত্রকে সহপাঠীদের দিয়ে চড় মারার ঘটনা, শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর

রিপোর্টে শিক্ষকের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা, এই বিষয়ে নথিভুক্ত এফআইআর-এর স্টেটাস এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং এই ধরনের লজ্জাজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে কী পদক্ষেপ করা হয়েছে, এই সব অন্তর্ভুক্ত করতে হবে সেই রিপোর্টে ৷

মিডিয়া রিপোর্ট অনুসারে, স্কুলের মালিক ওই শিক্ষককে এখনও গ্রেফতার করা হয়নি । ওই ছাত্রকে ইতিমধ্যেই স্কুল ছাড়িয়ে দিয়েছে তার পরিবার ৷ তার জন্য নতুন স্কুল খুঁজছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.