ETV Bharat / bharat

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ! পঞ্চম হামলায় ফাটল সেমি বুলেট ট্রেনের কাচ

author img

By

Published : Jan 21, 2023, 10:22 AM IST

Updated : Jan 21, 2023, 11:23 AM IST

একবার বা দু'বার নয় ৷ এ নিয়ে মোট পাঁচ বার বন্দে ভারত এক্সপ্রেসকে নিশানা করে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এই ঘটনা. স্বভাবতই দুশ্চিন্তায় রেল কর্তৃপক্ষ (Vande Bharat Express stone pelting news) ৷

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

শিলিগুড়ি, 21 জানুয়ারি: ফের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়া হল ৷ এই নিয়ে পঞ্চমবার পাথর পড়ল পূর্ব ভারতের প্রথম ভারত সেমি বুলেট ট্রেনে ৷ উদ্বোধনের পর থেকে বার বার আক্রমণের শিকার বন্দে ভারত এক্সপ্রেস । এর আগে মালদা, বোলপুর, বিহারে দু'বার হামলার শিকার হয়েছে বন্দে ভারত (Vande Bharat Express stone pelting news) ।

রেল সূত্রে জানা গিয়েছে, কর্তৃপক্ষের অনুমান পাথর ছোড়া হয়েছে বিহার থেকে ৷ তবে বিহার-বাংলা সীমান্তের কোনও এলাকাও হতে পারে ৷ শুক্রবার বিকেল 4.51 মিনিট নাগাদ 22302 ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের C-06 কামরার 70 নম্বর সিটের এক যাত্রী ট্রেনের নিরাপত্তা কর্মীদের জানান, যে বিকেল 4 টে 25 নাগাদ ডালখোলা ও তেলতা স্টেশনের মাঝে কোনও একটি জায়গা থেকে ট্রেনের জানলাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে । ফের এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে পাথর ছোড়ায় কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের

এই খবর পাওয়া মাত্র ট্রেনের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ৷ তদন্তের জন্য ডালখোলা আরপিএফ ও বলরামপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই সময় ট্রেনে মালদার জিআরপির একজন এসআই, চারজন কনস্টেবল মোতায়েন ছিলেন ৷ এই বিষয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "অভিযোগ দায়ের হয়েছে ৷ আমরা ঘটনাটি খতিয়ে দেখছি ৷" জিআরপির সুপারিনটেন্ডেন্ট এস সেলভামুরুগান বলেন, "পাথর ছোড়ার অভিযোগ পেয়েছি ৷ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে ৷"

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ভিতরে থাকা সেই সময়কার সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা হচ্ছে ৷ পাশাপাশি সেই সময় ট্রেনটি ঠিক কোন জায়গায় ছিল, তা ধরে স্থানীয় থানার সঙ্গে সহযোগিতায় তদন্তে নামবে আরপিএফ ৷ রাজ্যে 1 জানুয়ারি থেকে বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হয় ৷ এর মধ্যে মালদা জেলা ও দক্ষিণ দিনাজপুরের সংলগ্ন কুমারগঞ্জে অত্যাধুনিক এই ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর বিহারে দ্বিতীয়বার ৷ রেল কর্তৃপক্ষ তার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছিলেন ৷ 8 জানুয়ারি রাতে তৃতীয়বার ট্রেনটিকে নিশানা করে পাথর ছোড়া হয় ৷ চতুর্থবার 9 জানুয়ারি বোলপুরে এই ঘটনা হয় ৷ এরপর ফের গতকাল, 21 জানুয়ারি বন্দে ভারত সেমি বুলেট এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ৷

আরও পড়ুন: সোমের পর মঙ্গলে ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর, ভাঙল জানলার কাঁচ

Last Updated : Jan 21, 2023, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.