ETV Bharat / bharat

Uniform Civil Code: ইউনিফর্ম সিভিল কোড জাতীয় ইস্যু, বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে: নাড্ডা

author img

By

Published : Nov 27, 2022, 6:01 PM IST

ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) জাতীয় ইস্যু (National issue)৷ যত বেশি সম্ভব রাজ্যে বাস্তবায়িত করা হবে ৷ গুজরাত নির্বাচনের প্রাক্কাল এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP president JP Nadda)৷

Uniform Civil Code 'national issue', would implement it in as many states: BJP president JP Nadda
ইউনিফর্ম সিভিল কোড জাতীয় ইস্যু, বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে: নাড্ডা

আহমেদাবাদ, 27 নভেম্বর: হিমাচলপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷ আর এ বার গুজরাত নির্বাচনের জন্য দলের কাছে এটা জাতীয় ইস্যু (National issue)৷ এটি কার্যকর করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ ৷ রবিবার এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

এ দিন পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাড্ডা বলেন, "দেশের সম্পদ এবং এর দায়িত্ব সবার জন্য সমান । তাই ইউসিসি-কে স্বাগত জানাতে হবে । আমরা যত বেশি সম্ভব রাজ্যে ইউসিসির বাস্তবায়ন করতে চাই ৷" দেশ ও সমাজের বিরুদ্ধে কাজ করছে এমন শক্তিগুলির উপর নজর রাখা রাজ্যের দায়িত্ব বলে মত নাড্ডার । তাঁর কথায়, "মানুষের শরীরে অ্যান্টিবডির মতো, আপনিও খারাপ কোষের উপর নজর রাখুন । দেশে দেশবিরোধী কোষের উপর নজর রাখা রাষ্ট্রের দায়িত্ব । এমন কিছু কোষ রয়েছে যা সবার আড়ালে থেকে কাজ করে ৷ তাই এই জাতীয় কোষগুলির উপর নজরদারি করার জন্য অ্যান্টি-ব়্যাডিকালাইজেশন সেল প্রয়োজন ৷"

বিজেপি গুজরাতে মুসলিম প্রার্থী দাঁড় না করানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে নাড্ডা বলেন যে, তাঁর দল 'সবকা সাথ, সবকা বিকাশ' বিশ্বাস করে । তাঁর কথায়, "প্রয়াত ডক্টর (এপিজে) আবদুল কালাম বিজেপির সমর্থনে রাষ্ট্রপতি (ভারতের) হয়েছিলেন, তারপরে কেন্দ্রের (নরেন্দ্র) মোদি সরকার মুসলিম রাজ্যপালদের নিয়োগ করেছিল । তাই আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতি অনুসরণ করি এবং নির্বাচনের জন্য টিকিট দেওয়া হয় সম্পূর্ণরূপে জেতার সম্ভাবনার উপর ভিত্তি করে ৷"

আরও পড়ুন: গুজরাতে সন্ত্রাস-দেশদ্রোহ নির্মূল করতে মৌলবাদ বিরোধী সেল তৈরির প্রতিশ্রুতি বিজেপির

গুজরাত নির্বাচনের জন্য তাঁর প্রতিদ্বন্দ্বীদের মতো বিজেপি তাদের ইস্তাহারে বেশ কয়েকটি আকর্ষণীয় বিষয়, ফ্রি পরিষেবার কথা ঘোষণা করেছে ৷ নাড্ডা বলেন যে, একজনকে "ক্ষমতায়ন এবং লোভ দেখানোর মধ্যে পার্থক্য করা উচিত"। বিজেপি প্রধানের কথায়, "আম আদমি পার্টি (এএপি) এবং কংগ্রেস উভয়ই জানে যে তারা গুজরাতে ক্ষমতায় আসছে না । তাই তারা তাদের জন্য প্রয়োজনীয় তহবিল এবং বাজেটের হিসাব না করেই বিনামূল্যে অনেক কিছু দেওয়ার কথা ঘোষণা করতে পারে ৷" নাড্ডার মতে, "যদিও আমাদের কর্মসূচীগুলি দরিদ্র এবং দরিদ্রদের ক্ষমতায়নের জন্য কল্যাণমূলক ব্যবস্থা ।"

গুজরাতজুড়ে নির্বাচনী সমাবেশ ও রোড শো করছেন জেপি নাড্ডা ৷ রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি । তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের জনগণের হৃদয়ে বাস করেন এবং তাঁরা আবার বিজেপির উপরই আস্থা রাখবেন ও দল আরেকটি মেয়াদের জন্য জয়ী হবে ৷"

রেকর্ড সপ্তমবার গুজরাতে জয়ের দিকে তাকিয়ে আছে বিজেপি । কংগ্রেস ছাড়াও, দলটির কাছে আম আদমি পার্টির মতো নতুন চ্যালেঞ্জ রয়েছে । গুজরাতে 1 এবং 5 ডিসেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে ৷ ভোট গণনা হবে 8 ডিসেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.