ETV Bharat / bharat

G20 Summit in Delhi: রাশিয়ার আগ্রাসনের সময় বিশ্বকে শান্তি ও ঐক্যের বার্তা পাঠাল ভারত, জি20 শেষে বললেন ম্যাক্রোঁ

author img

By PTI

Published : Sep 10, 2023, 5:06 PM IST

Updated : Sep 10, 2023, 5:23 PM IST

French President Emmanuel Macron on G20: রাশিয়া ইউক্রেনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই সময় জি20 সভাপতি হিসেবে বিশ্বকে শান্তি ও ঐক্যের বার্তা পাঠাল ভারত ৷ বললেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ৷

G20 Summit in Delhi
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মধ্যাহ্নভোজে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখনই জি20 সভাপতি হিসাবে ভারত বিশ্বকে ঐক্য ও শান্তির বার্তা পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে ৷ রবিবার দিল্লিতে এ কথা বললেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ৷ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর প্রেস ব্রিফিং-এ তিনি আরও বলেন যে, বর্তমান খণ্ডিত পরিবেশ বিবেচনা করে, ভারত জি20 সভাপতি হিসাবে ভালো কাজ করেছে ৷

ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে ম্যাক্রোঁ এ দিন বলেন যে, এই দুই দেশের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের থেকে অনেক বেশি এবং দুই দেশকে বিশ্বের বিভাজন প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে । ভারত-ফরাসি প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ম্যাক্রোঁ নির্দিষ্ট কোনও বিবরণ না দিলেও বলেছেন, অতিরিক্ত চুক্তি এবং ক্রয়ের বিষয়ে পরবর্তী মাস ও বছরগুলিতে দেখা হবে ।

জি20 ঘোষণায় ইউক্রেন সংকট সম্পর্কিত অনুচ্ছেদগুলি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, জি20 রাজনৈতিক আলোচনার জন্য কোনও ফোরাম নয় ৷ ফরাসি প্রেসিডেন্ট বলেন, জি20 দেশগুলোর অধিকাংশই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেছে কিন্তু একটি বিষয়ের কারণে জি20 আটকে যাবে না ।

আরও পড়ুন: জি20-তে পরিবেশ নিয়ে মোদির মন্তব্য নিছক ভণ্ডামি, তোপ রমেশের

তাঁর কথায়, শীর্ষ সম্মেলনের ডিক্লেয়ারেশনে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতি সমুন্নত রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে এবং ইউক্রেনে ন্যায্য ও স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকার করা হয়েছে । ফরাসি রাষ্ট্রপতির মতে, বর্তমান খণ্ডিত পরিবেশ বিবেচনা করে ভারত জি20 সভাপতি হিসাবে ভালো কাজ করেছে । বিশ্বের বর্তমান বাস্তবতা প্রতিফলিত করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারকে সমর্থন করেছেন ম্যাক্রোঁ ।

  • Prime Minister Narendra Modi tweets, "A very productive lunch meeting with President Emmanuel Macron. We discussed a series of topics and look forward to ensuring India-France relations scale new heights of progress."

    (Pics: PM Narendra Modi's Twitter) pic.twitter.com/N9hlacLxg2

    — ANI (@ANI) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজের সময় বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি টুইটে সেই বৈঠকের ছবি পোস্ট করে লেখেন, "রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ মধ্যাহ্নভোজের বৈঠক । আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ভারত-ফ্রান্স সম্পর্ককে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য উন্মুখ ।"

Last Updated : Sep 10, 2023, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.