ETV Bharat / bharat

UN Chief Guterres in India: 2 দিনের ভারত সফরে জাতিসংঘের মহাসচিব, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

author img

By

Published : Oct 18, 2022, 11:20 AM IST

Updated : Oct 18, 2022, 11:32 AM IST

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) তাঁর দুই দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন । গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন যে, গুতেরেস 18 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন (UN chief Guterres to Meet Modi and Jaishankar) ।

Antonio Guterres
আন্তোনিও গুতেরেস

নিউইয়র্ক, 18 অক্টোবর: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) তাঁর দু'দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (Subrahmanyam Jaishankar) সঙ্গে দেখা করবেন । গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক (Stephane Dujarric) বলেছেন যে, গুতেরেস 18 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন । এ সময় তিনি ভারত ও জাতিসংঘের অংশীদারিত্ব নিয়ে সম্পর্কিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন । এরপর পরিবেশের জন্য লাইফস্টাইল ক্যাম্পেইনেও অংশ নেবেন ।

জানা গিয়েছে, গুতেরেস গুজরাতের মোধেরায় একটি প্রকল্প পরিদর্শন করবেন । যেটিকে সম্প্রতি ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে । এরপর মহাসচিব ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি জাতিসংঘে ভিয়েতনামের সদস্যপদ লাভের 45তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন । গুতেরেস ভারতীয় নেতাদের সঙ্গে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন কি না তা নিয়ে প্রশ্ন তোলেন একজন পাকিস্তানি সাংবাদিক ৷

আরও পড়ুন: দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

ডুজারিক বলেন, "আসলে কী ঘটেছিল সে সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য অপেক্ষা করবেন , তারপরে আমরা কী বলা যেতে পারে তার পরিবর্তে কী বলা হয়েছিল তা নিয়ে কথা বলতে পারি।" জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে এটি হবে গুতেরেসের প্রথম সফর । চলতি বছরের জানুয়ারিতে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু হয় । তার প্রথম মেয়াদে তিনি 1 থেকে 4 অক্টোবর ভারত সফর করেন । নয়াদিল্লিতে জারি করা বিদেশ মন্ত্রকের একটি বিবৃতি অনুসারে, জাতিসংঘের মহাসচিব মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে 26/11 সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁর সফর শুরু করবেন বলে জানা গিয়েছে ।

মন্ত্রকের মতে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে জি20-এর ভারতের আসন্ন সভাপতিত্ব নিয়ে আলোচনা করবেন । সম্পর্কে দ্বিপাক্ষিক আলোচনা জাতিসংঘ মহাসচিব কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক দেবেন বলে আশা করা হচ্ছে ৷ এছাড়াও তিনি গুজরাতের মোধেরায় ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম এবং সূর্য মন্দির পরিদর্শন করবেন ।

Last Updated : Oct 18, 2022, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.