ETV Bharat / bharat

Ujjain Rape Case: ভাঙা হতে পারে উজ্জয়িনীর নাবালিকা-ধর্ষণে অভিযুক্তের বাড়ি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:27 PM IST

Ujjain Rape Case
ধর্ষণকাণ্ডে অভিযুক্তের বাড়ি

বুধবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতে পারে উজ্জয়িনীতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়ি ৷ সরকারি জমি দখল করে বাড়িটি তৈরি বলে অভিযোগ ৷

উজ্জয়িনী, 3 অক্টোবর: উজ্জয়িনীতে বুধবার ভেঙে ফেলা হতে পারে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত অটোচালকের বাড়ি ৷ অভিযোগ, বাড়িটি সরকারি জমি দখল করে বেআইনিভাবে তৈরি করা হয়েছে ৷ সম্ভবত আগামিকাল কর্পোরেশন জেসিবি নিয়ে অভিযুক্তের বাড়ি ভাঙার ব্যবস্থা করবে ।

কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল, রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে 12 বছরের একটি মেয়ে ৷ তাকে দেখে কেউ সামনে এগিয়ে এসে সাহায্য তো করেনি, বরং কারোর দরজায় গেলে মেয়েটিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরে বেড়ায় নাবালিকা ৷ শেষে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এক সহৃদয় পুরোহিত ৷ তিনিই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন ৷ শারীরিক পরীক্ষা করার পর জানা যায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে ৷ এরপরেই ঘটনায় গ্রেফতার করা হয় এক অটোচালককে ৷ অভিযুক্তকে ইতিমধ্যে জেলে পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: 'ছেলের মৃত্যুদণ্ড হোক', চাইছেন উজ্জয়িনীতে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাবা

নাবালিকাকে ধর্ষণের ঘটনার মোট 6 অটো চালককে আটক করেছিল পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মূল অভিযুক্তের সন্ধান পায় ৷ এরপর মূল অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ৷ বিচারক তাকে 7 দিনের জন্য জেলে হেফাজতের নির্দেশ দেন । এই ঘটনায় এবার সরকারি জমিতে থাকা অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়ার দাবি উঠেছে । অভিযুক্তর পরিবার উজ্জয়িনীতে থাকে ৷ বাড়িতে তার বাবা, মা এবং দুই ভাই রয়েছে । তবে তারা তিন ভাই ছিল ৷ কয়েক মাস আগে অভিযুক্তের ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে । এর আগে উজ্জয়িনীতে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাবা ছেলের মৃত্যদণ্ড চেয়েছিলেন ৷ এমনকী এই ঘটনায় অভিযুক্তের হয়ে মামলা লড়তে অস্বীকার করে আইনজীবীরা ৷ উজ্জয়িনী বার কাউন্সিলের তরফে ঘটনাকে শহরের মর্যাদাহানি বলে উল্লেখ করে কোনও আইনজীবীকে এই মামলা না লড়তে অনুরোধ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.