ETV Bharat / bharat

Accidental Death in Yamuna: গণেশ বিসর্জনের দিন যমুনায় ডুবে মৃত্যু দুই নাবালক ভাইয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 4:58 PM IST

Etv Bharat
Etv Bharat

নয়ডায় গণেশ বিসর্জনের সময় যমুনা নদীতে ডুবে দুই নাবালক ভাইয়ের মৃত্যু ৷ বিসর্জনের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ সকলেই একই পরিবারের সদস্য ৷ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ৷

নয়ডা, 29 সেপ্টেম্বর: গণেশ মূর্তির বিসর্জনের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ যমুনা নদীতে ডুবে মৃত্যু হল দুই নবালক ভাইয়ের ৷ অন্য দুইভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ জলে ডুবেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার নয়ডায় যমুনা নদীতে গণেশ মূর্তি বিসর্জনের শোভা যাত্রা ছিল ৷ সেখাই উপস্থিত ছিল চার ভাই ৷ মূর্তি বিসর্জনের সময়ে স্নান করতে নেমেই তলিয়ে যায় তারা ৷

মৃত দুই ভাইয়ের নাম ধীরাজ (15) ও কৃষ্ণ (5) ৷ তাদের অপর দুই ভাই শচীন ও অভিষেক (খুড়তোতো) স্থানীয় পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে খবর, চার জনকে যমুনা নদী থেকে উদ্ধার করে পিজিআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ধীরাজ ও কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন ৷ মর্মান্তিক এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ।

আরও পডু়ন: বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

ঘটনা প্রসঙ্গেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) রাজেশ ভার্মা বলেন, "মৃত ধীরাজ স্থানীয় সেক্টর 20 এলাকার অর্ন্তগত নিথারি গ্রামের বাসিন্দা ৷ এদিন দিল্লির ময়ূর বিহার থানা এলাকার যমুনা নদীতে বিসর্জন চলছিল ৷ পরিবারের সদস্যদের সঙ্গে একটি ই- কিরশা ও বাইকে করে বিসর্জনের শোভাযাত্রা দেখতে বেরিয়েছিল সকলে ৷ সেই শোভাযাত্রা দেখতে গিয়ে নদীতে স্নান করতে নামে চার ভাই ৷ সেই সময়েই জলের তোড়ে তলিয়ে যায় তারা ৷ পরিবারের লোকজনই তাদের উদ্ধার করে পিজিআই হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা ধীরাজ (15) ও কৃষ্ণ (5) মৃত বলে ঘোষণা করেন ৷" শচীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.