ETV Bharat / bharat

India-Canada Row: ট্রুডোর অভিযোগে রাজনীতি দেখছে দিল্লি, স্থগিতই থাকছে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 6:02 PM IST

MEA on India-Canada Row: কানাডার মাটিতে খালিস্তানপন্থী জঙ্গিকে হত্যায় ভারতের জড়িত থাকার যে অভিযোগ জাস্টিন ট্রুডো করেছেন, তাতে রাজনীতি দেখছে দিল্লি ৷ বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে যে, আপাতত স্থগিতই থাকছে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা ৷

India-Canada Row
ভারত কানাডা

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কানাডার মাটিতে খালিস্তানপন্থী জঙ্গি হত্যার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এই নিয়ে তৈরি হওয়া কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই দিল্লি আজ বলেছে, এই অভিযোগ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি কানাডা ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, অভিযোগটি 'রাজনৈতিকভাবে চালিত' বলে মনে হচ্ছে ৷ মন্ত্রক জানিয়েছে, আপাতত কানাডার জন্য ভিসা পরিষেবা চালাতে অক্ষম দিল্লি ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগগুলি রাজনৈতিকভাবে পরিচালিত ।

তাঁর কথায়, "কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গির হত্যায় ভারতের হাত থাকার অভিযোগ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি সে দেশ । এবং অভিযোগটি রাজনৈতিকভাবে পরিচালিত ৷"

বাগচী সাংবাদিকদের বলেন যে, তারা এ বিষয়টি খতিয়ে দেখতে ইচ্ছুক বলে কানাডাকে জানিয়েছে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ করেছেন, সে বিষয়ে তাঁরা কোনও তথ্য দেয়নি ৷

বাগচীর কথায়, "কানাডা সেই সময়, তার আগে বা পরে কোনও সুনির্দিষ্ট তথ্য ভাগ করেনি । আমাদের কাছে দেওয়া হলে আমরা সুনির্দিষ্ট তথ্য দেখতে ইচ্ছুক । আমাদের পক্ষ থেকে কানাডার নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আমাদের কাছে খুব সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং এগুলি তাঁদের সঙ্গে ভাগ করা হয়েছে । কিন্তু কানাডা এ ব্যাপারে কোনও কাজ করেনি ৷" তিনি বলেন যে, নিরাপত্তায় সমস্যার কারণে কাজ ব্যাহত হওয়ায় কানাডায় ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেটগুলি সাময়িকভাবে ভিসার আবেদনগুলি প্রসেস করতে পারেনি ।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ভারতের

এমইএ মুখপাত্রের কথায়, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডো ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সে বিষয়ে দিল্লি কানাডাকে তার অবস্থান জানিয়ে দিয়েছে ৷

উল্লেখ্য, খালিস্তানপন্থী একজন বিশিষ্ট শিখ কর্মী হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক জটিলতা ৷ পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার কথা ঘোষণা করেছিল ভারত সরকার । প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর দু দেশের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া তিক্ততার মাঝেই এই পদক্ষেপটি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.