ETV Bharat / bharat

Transgenders open Canteen: রাতের উদুপিতে ভরসা সাধারণের রূপান্তরকামীদের ক্যান্টিন, শিরোনামে পূর্বী-বৈষ্ণবী-চন্দনা

author img

By

Published : Feb 12, 2023, 6:58 PM IST

রূপান্তরকামীরা রাতের খাবারের সন্ধানে এদিক ওদির ঘুরে বেরানো মানুষের জন্য একটি ক্যান্টিন খুললেন ৷ এই উদ্যোগের মাধ্যমে নতুনভাবে তাদের জীবন শুরু করার পথে অগ্রসর হয়েছে উডুপি জেলার (Udupi district) রূপান্তরকামীরা (Transgenders open Canteen) ।

Transgenders open Canteen
রূপান্তরকামী

ম্যাঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি: ধীরে ধীরে রূপান্তরকামীরা সমাজের আর পাঁচটা মানুষের মতো নিজেদের জন্য আলাদা জায়গা তৈরি করার সুযোগ পাচ্ছেন ৷ চাকরি থেকে অন্যান্য ক্ষেত্র, বাকিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাঁরা ৷ কিন্তু এখনও সমাজের একটা বড় অংশই রূপান্তরকামীদের অন্য চোখে দেখে ৷ তাঁদেরকে রাখা হয় সমাজের মূল স্রোতের বাইরে ৷ তবে তাঁরা হাল ছাড়তে নারাজ ৷ তাই কর্ণাটকে একদল রূপান্তরকামী নতুন করে তাদের জীবন শুরু করেছেন ৷ এর অংশ হিসাবে কর্ণাটকের উদুপি জেলায় রূপান্তরকামীরা এক নয়া উদ্যোগ গ্রহণ করেছেন ৷ অন্য জেলার বাসিন্দা হওয়ার সত্ত্বেও একদল রূপান্তরকামী রাতে খাবার সন্ধানকারীদের জন্য উদুপিতে বানিয়ে ফেললেন আস্ত একটি ক্যান্টিন।

পূর্বী, বৈষ্ণবী এবং চন্দনা- তিন রূপান্তরকামী আগে উদুপির রাস্তায় ভিক্ষা করতেন ৷ এখন তাঁরা উদুপি বাসস্ট্যান্ডের কাছে একটি ক্যান্টিন নিয়ে সাবলম্বী হয়ে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন । রাত 1 টা থেকে সকাল 7 টা পর্যন্ত খোলা থাকে তাঁদের ক্যান্টিন ৷ রাতের অন্ধকারে শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে খাবারের সন্ধানে ঘুরে বেড়ান অনেকেই ৷ তাদের মুখে খাবার তুলে দেওয়ায় উদ্দেশ্য পূর্বী, বৈষ্ণবী এবং চন্দনার ৷

মূলত, যারা রাতের শিফটে কাজ করেন, মাঝরাতে যাদের কর্মস্থল থেকে বেরোতে হয়; তারা এই ক্যান্টিনে এসে স্ন্যাকস খান এবং চা পান করেন । শহরের বেশিরভাগ হোটেল রাতের বেলা বন্ধ থাকায় সাধারণ মানুষের কাছে এখন রূপান্তরকামীদের দ্বারা পরিচালিত এই ক্যান্টিনই একমাত্র ভরসাস্থল ৷ (Transgenders start new life to open canteen) ।

তিন রূপান্তরকামী জানাচ্ছেন, ক্যান্টিন ঘিরে জনসাধারণের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন ৷ তাতে এখনও পর্যন্ত তাঁরা ব্যাপক উৎসাহিত হয়েছেন ৷ তাঁরা জনসাধারণের কাছ থেকে সম্মানও আদায় করে নিয়েছেন । শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আপাতত মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করছেন তাঁরা। উদুপি পুলিশ সম্প্রতি যৌনকর্ম-সহ রূপান্তরকামীদের অবৈধ ক্রিয়াকলাপ সনাক্ত করতে রাতের টহলদারি জোরদার করেছে ।

রূপান্তরকামীদের উপর সমাজের লাগিয়ে দেওয়া আরোপের পাহাড় সরিয়ে নিজস্ব প্রয়াসে তিনজন নতুন উদ্যোগে নেমে পড়েছেন । রাজ্যের প্রথম এমবিএ ডিগ্রিধারী রূপান্তরকামী সমীক্ষা কুন্দর এই ক্যান্টিনে বিনিয়োগ করে তাঁর বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন । এই তিনজন রূপান্তরকামী বাড়ি থেকে অস্থায়ীভাবে খাবার তৈরি করে নিয়ে আসেন এই ক্যান্টিনে। সমীক্ষা কুন্দর বলেন, "একটি ছোট ব্যবসা চালানোর জন্য জনগণের কাছে গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে তাঁরা ইতিবাচক শক্তি নিয়ে কাজ শুরু করেছেন ৷ সাফল্য পাবেই ।"

আরও পড়ুন: এ যেন অন্য উমা ! প্রথা ভেঙে দুর্গাপুজো করছেন রূপান্তরিত মহিলা পুরোহিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.