ETV Bharat / bharat

জওহরলাল নেহরু জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মোদির, শান্তিবনে রাহুল

author img

By

Published : Nov 14, 2020, 8:49 PM IST

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 131তম জন্মদিন আজ ৷ তাঁর প্রতি টুইট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ শান্তিবনে তাঁর সমাধিস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাহুল ৷

rahul gandhi
রাহুল গান্ধি

দিল্লি, 14 নভেম্বর : আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 131 তম জন্মদিন ৷ তাঁর প্রতি টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া, শান্তিবনে তাঁর সমাধিস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর প্রতি টুইট করে শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

  • देश के प्रथम प्रधानमंत्री पं. जवाहर लाल नेहरू को उनकी जयंती पर मेरी विनम्र श्रद्धांजलि।

    — Narendra Modi (@narendramodi) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শান্তিবনে শ্রদ্ধা জানানোর পর রাহুল টুইটে বলেন," "আজ, ভারত তার প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উদযাপন করেছে ৷ l তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শীসম্পন্ন ৷ দেশে ভ্রাতৃত্ব, সাম্য এবং আধুনিক দৃষ্টিভঙ্গির মূল্যবোধের ভিত্তি তৈরি করেছিলেন তিনি ৷" রাহুল গান্ধি তাঁর প্রপিতামহের অবদানের প্রশংসা করে টুইট করেছেন। রাহুলের টুইটে প্রতি ছত্রে ছত্রে তাঁর প্রপিতামহের প্রতি শ্রদ্ধা ঝরে পড়ে ৷ তিনি বলেন, "আমাদের অবশ্যই প্রচেষ্টা হওয়া উচিত এই মূল্যবোধ সংরক্ষণ করা ।"

  • Today, India celebrates the birth anniversary of its first PM Pandit Jawaharlal Nehru ji: a towering visionary who laid the foundation of our country with values of brotherhood, egalitarianism & modern outlook.

    Our endeavour must be to conserve these values.

    — Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রিয়ঙ্কা গান্ধি বঢরা টুইটে জওহরলাল নেহরুর লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের একটি উক্তি তুলে ধরেন ৷ নেহরুর সেখানে লিখেছিলেন , " কেবলমাত্র তারাই জীবনকেই বুঝতে পারে যারা প্রায়শই এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে, কেবল তারাই জীবনকে জানতে পারে যাদের জীবন মৃত্যুর ভয়ে পরিচালিত হয় না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.