ETV Bharat / bharat

Today's Horoscope 26th July in Bangla : আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা কোন রাশির, জানুন রাশিফলে

author img

By

Published : Jul 26, 2023, 12:00 AM IST

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat
রাশিফল

  • মেষ: প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন । আপনি হয়ত কোনও বাদ্যযন্ত্র বাজাতে শিখবেন । কারণ আবেগ প্রকাশ করার জন্য এটাই ভালো সময় । নতুন কাউকে নিজের দিকে আকর্ষিত করার জন্যও আবেগ প্রকাশ করতে পারেন । আপনার মত পরিবর্তন হওয়ার আগেই এটা করে ফেলুন ।
  • বৃষ: আজ আপনি দিবাস্বপ্ন দেখতে এবং আকাশ কুসুম কল্পনা করতে ব্যস্ত থাকবেন । বাস্তবের সঙ্গে যোগসূত্র হারিয়ে হয়তো ভুল করতে পারেন বা কোনও ঘটনার ভুল মূল্যায়ন করতে পারেন । যদিও, শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ।
  • মিথুন: অন্যের কাছে আপনি নিজের প্রস্তাব রাখবেন ৷ আপনার কাছের কোনও মানুষের কাছে আবেগ ব্যাখ্যা করবেন । আপনি তাদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করতে পারেন । সততা এবং আন্তরিকতার জন্য আপনাকে গ্রহণ করা হবে ।
  • কর্কট: অন্যদের সাহায্য করবেন এবং আনন্দে থাকবেন । নিজের চারপাশের অন্যান্যদের উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করবেন । আপনার প্রিয়জনের সঙ্গে কাছাকাছি থাকা আপনার দিনটি আলোকিত করে তুলবে । এই বিশেষ মানুষটি আপনার জন্য সৌভাগ্যশালী প্রমাণিত হতে পারে ।
  • সিংহ: ছন্নছাড়া ও লক্ষ্মীছাড়া হিসাবে আপনারা যে বন্ধুত্বের শপথ নিয়েছিলেন তা আজ সত্যি । আপনার সবচেয়ে কাছের বন্ধু তারাই যারা সুখে দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনার পাশে থাকে। কাছের মানুষদের সামনে টাকাপয়সা কখনই কোনও ব্যাপার নয় আপনার কাছে।
  • কন্যা: কাজের পরিসমাপ্তি এবং সাফল্য আজ গুরুত্বপূর্ণ বিষয় হবে । আজ যা করবেন তাতেই সাফল্য পাবেন ও প্রশংসিত হবেন । বহুদিন থেকে আটকে থাকা পদোন্নতি হয়তো আজ হতে পারে । আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন ।
  • তুলা: কাজের কোনও শেষ নেই তাই কোমর বেঁধে নামুন । কারণ কাজের চাপ নিয়েই আজ দিনটি কাটবে । তাই পরিবারকে খুব একটা সময় দিতে পারবেন না । কিন্তু তারাও বোঝেন আপনার অবস্থা । আজ আপনার থেকে কঠোর পরিশ্রম এবং ন্যায় বজায় রাখা, দু’টিরই আশা করা হচ্ছে ।
  • বৃশ্চিক: আপনার উচিৎ আজ বেশিরভাগ সময় ধ্যান এবং আত্ম-বিশ্লেষণে অতিবাহিত করা । যদি আপনি ধ্যান না করেন তাহলে নেতিবাচক চিন্তা এবং অন্যদের জন্য তিক্ততায় পরিপূর্ণ থাকবেন । এটি হয়তো কেরিয়ারে আপনার উন্নতি এবং বৃদ্ধিকে বাধা দিতে পারে ।
  • ধনু: আজ অনেকগুলি বড় বড় ব্যবসায়িক মিটিং-এর জন্য প্রস্তুত হন ৷ যার থেকে খুবই ভালো ফল পাবেন । গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক বিষয়ে নজর করুন ৷ ব্যবসাটি ভালোভাবে শিখুন । আজ মনোরম কিছু চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । আপনার প্রেম জীবনে মসৃণভাবে চলবে ৷ শুধুমাত্র প্রিয়জনের সঙ্গে কয়েকটি আবেগপ্রবণ মুহূর্ত ছড়া । আবেগগত জটিলতা সামলানো সমস্যাজনক হবে । আজ অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আর্থিক লাভের সম্ভাবনা আছে ।
  • মকর: কর্মক্ষেত্রে, পরিচিতি ও পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে ৷ সহকর্মীরা এবারে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবেন না । বরং তারা নতুন এবং চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবে । আপনি আপনার প্রিয়জনের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করবেন এবং তার ফলে ভুল-বোঝাবুঝির সমাধানেও সাহায্য হবে । আপনি স্বচ্ছন্দ্য থাকবেন এবং মনের ভাব প্রকাশ করবেন ৷ কিছু অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নিতে সক্ষম হবেন । আজ আপনি হয়তো পুরনো কথা ভেবে দেখার প্রয়োজনীয়তা বোধ করবেন না ।
  • কুম্ভ: ভগবান তাকেই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। আপনারও এই অভিজ্ঞতা বহুবার হয়েছে যখন আপনার প্রচেষ্টা সফল হয়েছে । যদিও আপনার সহকর্মীরা আপনার কাজের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করবেন । আপনার বসের কিন্তু আপনাকে নিয়ে কোনও অভিযোগ থাকবে না।
  • মীন: আজ আপনি প্রতিযোগিতায় জিতে যাবেন । লুকনো শত্রুদের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত । কারণ তারা হয়তো আপনার ব্যাপারে দুর্নাম করতে পারে । আপনার উন্নতিতে বাধা দেওয়ার আগে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং বন্ধুত্বের চেষ্টা করা ভালো ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.