ETV Bharat / bharat

TMC Candidate List: তৃণমূলের নজরে ত্রিপুরা, সম্ভাব্য প্রার্থীতালিকায় নাম 129 জনের

author img

By

Published : Jan 27, 2023, 3:18 PM IST

TMC prepared Candidate List of 129 for Tripura Assembly Election 2023
ফাইল ছবি

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য 129 জনের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করে ফেলল তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ সেই তালিকা পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে ৷ জানালেন দলের রাজ্য নেতারা ৷

আগরতলা, 27 জানুয়ারি: ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য 129 জনের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব (TMC Candidate List) ৷ ইতিমধ্যেই সেই তালিকা দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই 129 জনের মধ্যে থেকেই 60 জন প্রার্থীকে বেছে নেওয়া হবে ৷ সেই বিষয়ে সর্বোচ্চ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

আগামী 16 ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায় ৷ ভোটের প্রচারে ইতিমধ্য়েই কোমর বেঁধে মাঠে নেমেছে ঘাসফুল শিবির ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় খাতা খুলতে মরিয়া তারা ৷ এই প্রেক্ষাপটে একটি জরুরি বৈঠক করেন দলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ এই বৈঠকে রাজ্যের সবক'টি জেলার তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন ৷ ছিলেন ব্লকস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারাও ৷

আরও পড়ুন: ত্রিপুরায় একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের, সব আসনে দেওয়া হবে প্রার্থী

বৈঠকের পর রাজীব বলেন, "নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমরা একটি সাংগঠনিক বৈঠক করেছি ৷ সকলের সঙ্গে কথা বলার পর আমরা শীর্ষ নেতৃত্বের কাছে 129টি নামের তালিকা পাঠিয়েছি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সম্ভাব্য প্রার্থীতালিকা পাঠানো হয়েছে ৷ শীঘ্রই এই তালিকা থেকে চূড়ান্ত প্রার্থীতালিকা তৈরি করা হবে ৷ শীর্ষ নেতৃত্বই সেই কাজ করবে ৷"

পীযূষকান্তি বিশ্বাস এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিক প্রার্থীতালিকা তৈরির সময় আবেদনকারীদের নানাদিক বিচার করা হয়েছে ৷ তাঁদের জয়ের সম্ভাবনা কতটা, দলের প্রতি তাঁরা কতটা অনুগত, মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা কতটা প্রভৃতি বিষয়গুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 2 অথবা 3 ফেব্রুয়ারি ফের ত্রিপুরা সফরে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মনে করা হচ্ছে, সেই সময়ের মধ্য়েই চূড়ান্ত প্রার্থীতালিকা তৈরি হয়ে যাবে ৷ পীযূষকান্তি বলেন, "অভিষেক এখানে ফের আসবেন ৷ সোনামুরা এবং ধর্মনগরে বৈঠক করবেন তিনি ৷ বহু তারকা প্রচারক তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেবেন ৷ প্রত্য়েকটি ব্লকে দলের একজন প্রবীণ নেতাকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হবে ৷ আগামী 6 ফেব্রুয়ারি বিকেলে আমাদের সভানেত্রী রাজ্যে আসছেন ৷ আমরা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাব ৷ রবীন্দ্র ভবন থেকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এছাড়া, আগরতলার রবীন্দ্র ভবনে একটি সভাও করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.