TMC Announces New Scheme : 'আমার ঘর, আমার অধিকার', বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় নয়া স্লোগান তৃণমূলের

author img

By

Published : Jan 11, 2022, 11:07 PM IST

TMC Announces New Scheme
'আমার ঘর, আমার অধিকার', বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় নয়া স্লোগান তৃণমূলের ()

নয়া স্লোগানে যে প্রতিশ্রুতিকে তারা সামনে রেখেছে তা হল, গোয়ার তৃণমূল-এমজিপি জোট ক্ষমতায় এলে 1976 থেকে গোয়ায় বসবাসকারী সকল পরিবারকে হাউজিং রাইটস প্রদান করা হবে (TMC announces new housing rights scheme in Goa) ৷

পানাজি, 11 জানুয়ারি : গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করে গোয়ায় মহিলাদের মন জয়ের চেষ্টা আগেই শুরু করেছিল তারা ৷ এবার নয়া স্লোগান সামনে এনে গোয়ায় বিধানসভা নির্বাচনী প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস ৷ 'মাহজে ঘর, মালকি হাক' ৷ যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় 'আমার ঘর, আমার অধিকার' ৷ এই নয়া স্লোগানকে হাতিয়ার করেই গোয়ার ভোটারদের মন জয়ের পরিকল্পনা ঘাসফুল শিবিরের ৷ মঙ্গলবারই যা সামনে এল ৷

এই স্লোগানের পাশাপাশি নির্বাচনী প্রচারের নয়া থিম সংও মুক্তি পেয়েছে এদিন ৷ নয়া স্লোগানে যে প্রতিশ্রুতিকে তারা সামনে রেখেছে তা হল, গোয়ার তৃণমূল-এমজিপি জোট ক্ষমতায় এলে 1976 থেকে গোয়ায় বসবাসকারী সকল পরিবারকে হাউজিং রাইটস প্রদান করা হবে (TMC announces new housing rights scheme in Goa) ৷ 250 দিনের মধ্যে এই প্রতিশ্রুতি তারা পূরণ করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি 50 হাজার গৃহহীনের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে নয়া প্রকল্পে ৷

এর আগে গোয়ার মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল ৷ এই প্রকল্পে সরাসরি প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে 5000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অর্থাৎ বছরে 60 হাজার টাকা পরিবার পিছু দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.