ETV Bharat / bharat

Hydrogen Cylinder Explosion: ভাসাইয়ে হাইড্রোজেন সিলিন্ডার ফেটে অঘটন, প্রাণ গেল তিন শ্রমিকের

author img

By

Published : Sep 28, 2022, 7:02 PM IST

three labourers lost lives by Hydrogen Cylinder Explosion in Vasai of Maharashtra
Hydrogen Cylinder Explosion: ভাসাইয়ে হাইড্রোজেন সিলিন্ডার ফেটে অঘটন, প্রাণ গেল তিন শ্রমিকের

মহারাষ্ট্রের ভাসাইয়ের (Vasai of Maharashtra) ইন্দুজা কোম্পানির (Induja Company) কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ হাইড্রোজেন সিলিন্ডার ফেটে (Hydrogen Cylinder Explosion) মৃত্যু হল তিন শ্রমিকের ৷ আহত হয়েছেন আরও 10 থেকে 12 জন শ্রমিক ৷

ভাসাই (মহারাষ্ট্র), 28 সেপ্টেম্বর: হাইড্রোজেন সিলিন্ডার ফেটে (Hydrogen Cylinder Explosion) প্রাণ গেল তিন শ্রমিকের ৷ আহত হলেন আরও একাধিক শ্রমিক ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়াকিপাড়ার (Wakipada) ভাসাইয়ের (Vasai) একটি কারখানায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে সংস্থার নামে ওই কারখানাটি রয়েছে, সেটির নাম ইন্দুজা কোম্পানি (Induja Company) ৷ এই ঘটনায় সব মিলিয়ে এখনও পর্যন্ত 10 থেকে 12 জন শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ তাঁদের মধ্যে কয়েকজন অবস্থা আশংকাজনক ৷ সেক্ষেত্রে পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার অন্য়ান্য দিনের মতোই কারখানায় কাজ চলছিল ৷ সবকিছু আপাত দৃষ্টিতে একেবারে স্বাভাবিক ছিল ৷ দুপুর 2টো নাগাদ হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে চারিদিক কেঁপে ওঠে ৷ তারপর শুরু হয় শ্রমিকদের আর্তনাদ ৷ খানিক পরে বোঝা যায়, রোজের কাজে যে হাইড্রোজেন সিলিন্ডার ব্যবহার করা হয়, তার মধ্য়েই একটি বা একাধিক সিলিন্ডার ফেটে গিয়েছে ৷ যার জেরে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ খোয়াতে হয় তিন শ্রমিককে ৷ বাকিরাও পুড়ে অথবা ঝলসে যান ৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ভাসাই বিহার পৌরনিগমের (Vasai Virar Municipal Corporation) প্রতিনিধিরা ৷ পৌঁছন দমকলকর্মীরাও ৷ শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ কারখানার আগুনও নিভে গিয়েছে ৷

আরও পড়ুন: রাজকোটে ফারনেস কারখানায় বিস্ফোরণ, আহত 5

সংশ্লিষ্ট সংস্থার দাবি, এদিনের এই ঘটনার জেরে তাদের বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ৷ এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের সমস্ত বাড়ির জানলার কাচ ভেঙে যায় ৷ প্রায় 1 কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের ভয়াবহ শব্দ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কারখানাটি পাজার রোডের কাছে অবস্থিত ৷ সব মিলিয়ে 50 জন কর্মী এখানে কাজ করেন ৷ কিন্তু, ঘটনার সময় সেখানে 25 থেকে 30 জন কর্মী উপস্থিত ছিলেন ৷ কীভাবে হাইড্রোজেন সিলিন্ডারটি ফাটল, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ৷ পুলিশের তরফ থেকেও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ আহত শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.