ETV Bharat / bharat

Gold Recovered: দিল্লি বিমানবন্দরে গ্রেফতার 3 কুয়েত নাগরিক; উদ্ধার 2 কোটি টাকার সোনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 3:01 PM IST

Gold Recovered
গ্রেফতার 3 কুয়েত নাগরিক

Three Kuwait Nationals Arrested at Delhi Airport: দিল্লি বিমানবন্দরে 2.06 কোটি টাকার সোনা-সহ গ্রেফতার 3 কুয়েত নাগরিক ৷ এর আগে মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের অভিযোগে বিমানবন্দরে একজনকে গ্রেফতার হয়েছিল ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা-সহ গ্রেফতার করা হয়েছে তিন কুয়েত নাগরিককে ৷ তাঁদের কাছ থেকে 2.06 কোটি টাকার 4 হাজার 1 গ্রাম সোনা উদ্ধার করেছে দিল্লি কাস্টমস আধিকারিকরা ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে দিল্লি কাস্টমস লিখেছে , "স্পট প্রোফাইলিংয়ের ভিত্তিতে আইজিআইএ-তে কাস্টমস 4 হাজার 1 গ্রাম ওজনের রুপো দিয়ে মোরা সোনার গয়না বাজেয়াপ্ত করেছে ৷ যার বাজার মূল্য 2.06 কোটি টাকা ৷ সেগুলি কুয়েত নাগরিকরা এ দেশে এনেছে ।"

জানা গিয়েছে, তিন অভিযুক্তকেই কাস্টমস অ্যাক্ট 1962-এর অধীনে গ্রেফতার করা হয়েছে । এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে টুইটে জানিয়েছে দিল্লি কাস্টমস । এর আগে দিল্লির আইজিআইএ-তে এয়ার কাস্টমস পাচারের তিনটি পৃথক মামলা হয় ৷ এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷ ঘটনাগুলিতে অভিযুক্তদের জামাকাপড় এবং মলদ্বার থেকে 3.43 কোটি টাকার 6 হাজার 522 গ্রাম সোনা উদ্ধার হয় । দিল্লি বিমানবন্দর এবং জেনারেল কাস্টমস টুইটারে পোস্ট করে, " তাদের জামাকাপড় এবং মলদ্বারে সোনা লুকনো ছিল ৷ সেখান থেকে 6 হাজার 522 গ্রাম সোনা উদ্ধার ও বাজেয়াপ্ত করার পরে চোরাচালানের 3টি পৃথক মামলা দায়ের করা হয়েছে । বাজেয়াপ্ত করা সোনার মূল্য 3.43 কোটি টাকা । ঘটনার তদন্ত চলছে ৷"

আরও পড়ুন: মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ! বেঙ্গালুরু বিমানবন্দরে ধৃত এক

একটি বিবৃতিতে কাস্টমস বিভাগ বলেছে, সন্দেহের ভিত্তিতে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-3-এর বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকরা 13 অগস্ট পাঁচ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সোনা পাচারের তিনটি ভিন্ন মামলা দায়ের করেছেন । আবুধাবি থেকে দুটি উড়ানে ওই যাত্রীরা দিল্লিতে এসেছিলেন । যাত্রীরা তাদের জিন্স এবং হ্যান্ডব্যাগে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ৷ একজন আবার তাঁর মলদ্বারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করেন । উদ্ধার করা সোনা কাস্টমস অ্যাক্ট 1962-এর 110 ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে ।

(সংবাদ সংস্থা - এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.