ETV Bharat / bharat

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় আরবিআই

author img

By

Published : Mar 25, 2021, 3:00 PM IST

the-rbi-is-discussing-public-sector-banks-privatisation-with-the-centre-says-governor-shaktikanta-das
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে আলোচনায় কেন্দ্র এবং আরবিআই

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন আরবিআই গভর্নর শশীকান্ত দাস ৷ আজ অর্থনীতি সংক্রান্ত এক সমাবেশে অংশ নিয়ে একথা জানান তিনি ৷ আগামী 2022 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা যাতে নিম্নমুখী না হয়, সেই দিকে নজর দিচ্ছে আরবিআই বলে জানান তিনি ৷

নয়াদিল্লি, 25 মার্চ : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে ৷ আজ এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস ৷ তিনি জানান, এ সংক্রান্ত প্রক্রিয়াও একইসঙ্গে চালিয়া যাওয়া হচ্ছে ৷ আরবিআই’র গভর্নরের মতে, একটি সুস্থ ব্যাঙ্কিং ক্ষেত্র এবং শক্তিশালী মূলধনের ভিত্তি ও নীতি প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত ৷

প্রসঙ্গত, ভারত সরকার ব্যাঙ্কিং সেক্টরগুলির সংস্কারে বেশি করে নজর দিচ্ছে ৷ বেশ কিছু ব্যাঙ্কে নন-পারফর্মিং সম্পদের ভার অতিরিক্ত হয়ে গিয়েছে ৷ বিশেষ করে অতিমারির সময়ে এই সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে ৷ তবে, গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বস্ত করেছিলেন, সব ব্যাঙ্ককে বেসরকারিকরণের আওতায় আনা হচ্ছে না ৷ এমনকি যখনই এই প্রক্রিয়া শুরু হবে, তখন ব্যাঙ্ক কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা হবে ৷

আরবিআই গভর্নর আজ জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক কার্যকলাপ বিনা বাধায় চালিয়ে যাওয়া উচিত ৷ তিনি বলেন, ‘‘আরবিআই’র আগামী 2022 অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা যাতে নিম্নমুখী না হয়, সেই দিকে নজর দিচ্ছে ৷’’ প্রসঙ্গত, 2022 অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 10.5 শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে ৷ ভারতের আর্থিক স্থিতিকে উন্নত করতে আরবিআই সবরকমের নীতিকে প্রয়োজনে হাতিয়ার করবে বলে জানান শশীকান্ত ৷

আরও পড়ুন : ইনফ্রা- ডেভেলপমেন্টের আরও একটি ব্যাঙ্ক

সেই সঙ্গে আরবিআই গভর্নর এটাও স্বীকার করে নিয়েছেন যে, বর্তমানে নতুন করে করোনার সংক্রমণ অবশ্যই চিন্তার বিষয় ৷ আর ভারত এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সর্বদা তৈরি ৷ শেষ 24 ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 53 হাজার 476 জন ৷ যা গত অক্টোবরের পর থেকে সর্বোচ্চ সংক্রমণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.