ETV Bharat / bharat

Commercial LPG Cylinder Price: তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

author img

By

Published : Jul 4, 2023, 4:54 PM IST

Commercial LPG Cylinder Price ETV BHARAT
Commercial LPG Cylinder Price

এপ্রিল, মে ও জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমেছিল ৷ তিন মাসের সেই স্বস্তির পর ফের একবার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের ৷ সিলিন্ডার প্রতি 7 টাকা করে দাম বাড়িয়ে জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷

নয়াদিল্লি, 4 জুলাই: ফের জ্বালানির মূল্যবৃদ্ধি ৷ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়াল দেশের জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ সিলিন্ডার প্রতি 7 টাকা করে দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের ৷ গত জুন মাসে 83 টাকা 50 পয়সা দাম কমানোর পর, ফের একবার বাড়ল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৷ তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে ৷ রাজধানী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল এক হাজার 773 টাকা ৷ সেখানে 7 টাকা বেড়ে হয়েছে এক হাজার 780 টাকা ৷

তবে, শুধু দিল্লিতে নয় ৷ দেশের সব মেট্রো সিটিতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সমান হারে বেড়েছে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ছিল এক হাজার 725 টাকা ৷ তা বেড়ে হয়েছে এক হাজার 732 টাকা ৷ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 1875 টাকা 50 পয়সা থেকে বেড়ে হয়েছে 1882টাকা 50 পয়সা এবং চেন্নাইয়ে 1 হাজার 937 টাকা থেকে বেড়ে 1 হাজার 944 টাকা ৷ উল্লেখ্য, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মূলত, শিল্পক্ষেত্র ও অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় ৷

আরও পড়ুন: জুনের প্রথম দিনেই স্বস্তি, আরও সস্তা গ্যাস সিলিন্ডার

এর বিভিন্ন পরিমাপ রয়েছে ৷ 19 কেজির সিলিন্ডার হল সবচেয়ে ছোট ৷ এরপর রয়েছে 47.5 কেজি ও সবচেয়ে বড় অর্থাৎ, ভারী শিল্পের ক্ষেত্রে 425 কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় ৷ আর গৃহস্থের রান্নার গ্যাসের ক্ষেত্রে 5 কেজি ও 14.2 কেজি ওজনের সিলিন্ডার বৈধ ৷ উল্লেখ্য, প্রতিমাসের প্রথম সপ্তাহে ঘরোয়া ও বাণিজ্যিক ব্যবহারের এলপিজি গ্যাসের দামের মূল্যায়ণ হয় ৷ যেখানে এপ্রিল, মে ও জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমেছিল ৷ কিন্তু, জুলাইয়ের মূল্যায়ণে 7 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.