ETV Bharat / bharat

Russia-Ukraine Marry in Himachal: হিমাচলে এক হল রাশিয়া-ইউক্রেন, যুদ্ধের মাঝে 'আশ্রয়' ভারত

author img

By

Published : Aug 4, 2022, 7:33 AM IST

Updated : Aug 4, 2022, 12:30 PM IST

যুদ্ধ চলছে প্রতিবেশী দু'দেশের মধ্যে ৷ এদিকে প্রেমিক-প্রেমিকা বিয়ে করতে চান ৷ তাই হিমাচল প্রদেশের একটি মন্দিরে হিন্দু আচার মেনে চার হাত এক করলেন ভিনদেশি দুই যুগল ৷ দুই দেশের বন্ধনে ভারত (Russia-Ukraine Marry in Himachal) ৷

Russia Ukraine Bride Groom Marriage
বিয়ে করছেন সেরগেই-ইলোনা

ধর্মশালা, 4 অগস্ট: যুদ্ধ থামেনি ৷ ভালোবাসাও নয় ৷ তাই প্রেমকে সামাজিক স্বীকৃতি দিতে ভারতকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নিলেন যুদ্ধগ্রস্ত দেশের প্রেমিক-প্রেমিকা ৷ বুধবার হিমাচল প্রদেশের ধর্মশালায় দিব্যা আশ্রম খারোটায় বিয়ে করলেন সেরগেই নভিকোভ এবং ইলোনা ব্রামোকা ৷ সেরগেই রাশিয়ার বাসিন্দা হলেও বর্তমানে ইজরায়েলে থাকেন ৷ তার প্রেমিকা ইলোনা ইউক্রেননিবাসী ৷ হিন্দুমতে প্রয়োজনীয় আচার মেনে গাঁটছড়া বাঁধলেন দু'জনে (Russia-Ukraine duo marry following Hindu customs in Himachal's Dharamshala) ৷

স্থানীয়রাও স্বতঃস্ফূর্ত ভাবে এই ভিনদশি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ৷ হিমাচলের নিজস্ব বাজনার তালে তালে নেচেছেন বর-কনেও ৷ বিগত তিন মাস ধরে তাঁরা ধরমকোটের ম্যাকলয়েডগঞ্জের একটি হোমস্টেতে থাকছিলেন ৷

হিমাচল প্রদেশের ধরমশালায় একটি মন্দিরে রাশিয়া ও ইউক্রেন যুগলের বিয়ে

আরও পড়ুন: মূক ও বধির তরুণীর বিয়ে দিলেন 3 গৃহবধূ

সেরগেই লাল রঙের শেরওয়ানি পরেছিলেন আর কনে ইলোনা ভারতীয় বধূর সাজ ৷ মাথায় লাল-জরির ওড়না, টিকলি ৷ রাশিয়া-ইউক্রেন বিয়ের পুরোহিত পণ্ডিত রমন শর্মা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "সেরগেই রাশিয়ার এবং ইলোনা ইউক্রেনের নাগরিক ৷ তাঁরা এখানে এসে বিয়ের সিদ্ধান্ত নেন ৷ দু'মাস আগে ঠিক এরকম আরেকটি বিয়ে হয়েছিল ৷ আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ৷ আশা করি, তাঁদের আগামী দাম্পত্য জীবন সুখের হবে ৷"

নভিকোভের কাছে এই অনুষ্ঠান 'অভিনব' ৷ তিনি বলেন, "এটা একটা অন্যরকম বিয়ের অনুষ্ঠান ৷ কিন্তু আমরা এর সব রীতিনীতি ঠিকঠাক মেনে চলতে চেষ্টা করেছি ৷"

Last Updated :Aug 4, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.