ETV Bharat / bharat

Tejashwi Yadav রাজ্যে ক্ষমতাচ্যুত হলেই জামাইদের ডেকে পাঠায় বিজেপি, বিধানসভায় তেজস্বীর তোপ

author img

By

Published : Aug 24, 2022, 5:24 PM IST

Updated : Aug 24, 2022, 6:36 PM IST

এদিন বিধানসভায় মোশন অফ কনফিডেন্স (Motion of Confidence) নিয়ে বিতর্ক চলাকালীন সিবিআই, ইডি এবং আয়কর দফতরকে বিজেপির তিন জামাই বলে অভিহিত করেন লালুপ্রসাদ পুত্র ৷ বিস্ফোরক তেজস্বীর কথায়, কোনও রাজ্যে ক্ষমতাচ্যুত হলেই তার তিন জামাইকে তলব করে বিজেপি (Tejashwi claimed BJP misuses central agencies ) ৷

Etv Bharat
বিধানসভায় বিস্ফোরক তেজস্বী

পটনা, 24 অগস্ট: নতুন মহাজোট সরকারের সংখ্য়াগরিষ্ঠতা প্রমাণের দিনে আরজেডি নেতাদের বাড়িতে সিবিআই হানার ঘটনায় উত্তপ্ত বিহার ৷ বিধানসভায় ফ্লোর টেস্ট চলাকালীন বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ 'মোশন অফ কনফিডেন্স' (Motion of Confidence) নিয়ে বিতর্ক চলাকালীন সিবিআই (CBI), ইডি (ED) এবং আয়কর দফতর (IT)-কে বিজেপি-র 'তিন জামাই' বলে অভিহিত করেন লালুপ্রসাদ-তনয় ৷ তেজস্বীর কথায়, "কোনও রাজ্যে ক্ষমতাচ্যুত হলেই তিন জামাইকে তলব করে বিজেপি (Tejashwi claimed BJP misuses central agencies) ৷

জমি কেলেঙ্কারি, চাকরি দুর্নীতি-কাণ্ডে সিবিআই হানা নিয়ে সরগরম বিহার ৷ এর সঙ্গে যোগ হয়েছে ঝাড়খণ্ডের অবৈধ খনি মামলায় (Illegal Mining Case) ইডি-র হানা ৷ বুধবার বিধানসভায় নতুন সরকার হিসেবে শপথ নেওয়া মহাজোট সরকারের সংখ্যাগরিষ্ঠতার দিন সকালে আরজেডি নেতা সুবোধ রাই, আশফাক করিম, সুনীল সিং এবং ফৈয়াজ আহমেদের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে বিধানসভায় সুর চড়ান তেজস্বী ৷ লালু-পুত্র জানান, বিজেপি এসব করে মতাদর্শে আঘাত করে নীতিশ কুমারের (Nitish Kumar) দলে ভাঙন ধরাতে চাইছে ৷

তেজস্বী বলেন, "বাবা লালুপ্রসাদ যাদব, মা রাবড়ি দেবী, আমি এবং আমার বোন সকলেই সমাজতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতার খেসারত দিচ্ছি ৷ মুখ্যমন্ত্রী এবং আমি একই মতাদর্শে বিশ্বাসী ৷ আমরা সমাজতন্ত্রের যে বীজ বপন করেছি তা বিজেপি কখনোই তুলে নিতে পারবে না ৷" বিজেপি-র সঙ্গ ত্যাগ করে নীতীশ কুমার দেশে এক নতুন আশার আলো নিয়ে এসেছেন বলেও জানান তেজস্বী ৷

আরও পড়ুন: সোরেন ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47

বিহারের নয়া উপমুখ্যমন্ত্রী বলেন, "যখনই কোনও রাজ্যে হারের আশঙ্কা তৈরি হয়, তখনই তার তিন জামাই- সিবিআই, ইডি এবং আয়করকে লেলিয়ে দেয় বিজেপি ৷ আমি বিদেশে গেলেই আমার বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি হয় অথচ নীরব মোদীরা পালিয়ে গিয়ে পার পেয়ে যান ৷"

Last Updated : Aug 24, 2022, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.