ETV Bharat / bharat

তেজপ্রতাপের চিঠিতে বানান বিভ্রাট, ‘লালু’ হলেন ‘লালো’!

author img

By

Published : Jan 27, 2021, 3:26 PM IST

বাবার মুক্তি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের৷ আপাতত সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই চিঠি৷ তাতে বানান ভুল রয়েছে ছ’টি৷ এমনকী, ‘লালু’র নামও লেখা হয়েছে ‘লালো’! আর তা নিয়েই মশকরায় মেতেছে নেট দুনিয়া ৷

tej pratap
তেজপ্রতাপ যাদব

পটনা, 27 জানুয়ারি: ফের খবরে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে৷ তবে যে কারণে তেজপ্রতাপকে নিয়ে আলোচনা চলছে, তা মোটেও সুখকর নয় লালুপুত্রের জন্য৷ তাঁর লেখা একটি চিঠি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ আর সেই চিঠি পড়েই মশকরায় মেতেছেন নেট নাগরিকরা৷ তেজপ্রতাপের চিঠিতে গুণে গুণে ছ’টি ভুল বের করেছেন তাঁরা৷

তেজপ্রতাপের চিঠির প্রাপক স্বয়ং ভারতের প্রথম নাগরিক৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিটি পাঠিয়েছিলেন লালুপুত্র৷ পত্র প্রেরণের তারিখ 25 জানুয়ারি৷ হিন্দিতে লেখা ওই চিঠিতে মোট ছ’বার ভুল বানান লেখা হয়েছে৷ সব থেকে হাস্য়কর হল, চিঠির বয়ানে বাবার নামের বানানও সঠিক লেখেননি তেজপ্রতাপ! ‘লালু’র বদলে লিখেছেন ‘লালো’! বানানের এই বহর দেখে হাসি আর সামলাতে পারছেন না নেটনাগরিকরা ৷ তৈরি হচ্ছে নিত্যনতুন ‘মিম’৷ কমেন্ট, লাইকে ভরে যাচ্ছে সামাজিক মাধ্য়মের দেওয়াল৷

tej pratap
এই সেই চিঠি!

আরও পড়ুন: 4 বছরের হাজতবাস শেষ, ভোটের আগেই মুক্ত শশিকলা

বর্তমানে বিহার পশুখাদ্য় কেলেঙ্কারিতে সাজা কাটছেন সত্তরোর্ধ্ব লালুপ্রসাদ যাদব৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি৷ রাঁচি থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয় তাঁকে৷ এই পরিস্থিতিতে বাবার মুক্তি চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হন তেজপ্রতাপ৷ চিঠি লেখেন দেশের প্রথম নাগরিককে৷ আর সেখানেই ঘটে যায় বানান বিভ্রাট৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.