ETV Bharat / bharat

Tathagata On Republic Day Parade 2022 : সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো রাখা হোক, মোদিকে আর্জি তথাগতের

author img

By

Published : Jan 17, 2022, 12:08 PM IST

Tathagata Roy Request Narendra Modi to Allow Bengal Tableau in Republic Day Parade 2022
Tathagata Roy Request Narendra Modi to Allow Bengal Tableau in Republic Day Parade 2022

বাংলার ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে দেওয়া হোক ৷ টুইটারে প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এমনটাই আবেদন করেছেন তথাগত রায় (Tathagata Roy Request Narendra Modi to Allow Bengal Tableau) ৷ প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম হিসেবে নেতাজি এবং আইএনএ’কে রাখার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার ৷ যা খারিজ করে দিয়েছে কেন্দ্র (No Bengal Tableau in Republic Day parade 2022) ৷ যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 17 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সম্পর্কিত বাংলার ট্যাবলো (No Bengal Tableau in Republic Day parade 2022) বাতিল করে দিয়েছে কেন্দ্র ৷ যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকালই প্রধানমন্ত্রীকে নিজের হতাশার কথা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার মমতার সুরে সুর মেলালেন বিজেপি নেতা তথা অসম ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷ এদিন সকালে টুইটারে প্রধানমন্ত্রীর কাছে নেতাজি এবং আইএনএ’র ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাখার আবেদন জানালেন তিনি (Tathagata Roy Request Narendra Modi to Allow Bengal Tableau) ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৷ কিন্তু তাঁর উল্টোপথে হেঁটে তথাগতের এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

এদিন তথাগত রায় তাঁর টুইটে লেখেন, ‘‘আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, অনুগ্রহ করে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দিন ৷ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানা যাবে ৷ যাঁর বাহিনী আইএনএ ব্রিটিশ সেনার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল এবং তাঁদের প্রস্থানকে ত্বরান্বিত করেছিল (Tathagata Roy on Bengal Tableau Rejection in Republic Day Parade) ৷’’

এবছর ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপন ৷ সেইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীও পালন হচ্ছে ৷ তাই ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি এবং তাঁর এনআইএ’র ট্যাবলো রেখেছিল বাংলা ৷ যেখানে গতবছর থেকে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করছে কেন্দ্র ৷ সেখানে সাধারণতন্ত্র দিবসে রাজ্যের দেওয়ার বাংলার ট্যাবলোর প্রস্তাব খারিজ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Mamata writes to Modi : দুঃখিত এবং বিস্মিত, বাংলার ট্যাবলো বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

এনিয়ে মুখ্যমন্ত্রীও গতকাল প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন (Mamata writes to Modi on Bengal Tableau) ৷ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ৷ জানিয়েছেন, ‘‘সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার প্রস্তাবিত ট্যাবলোকে বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আমি বিস্মিত এবং দুঃখিত ৷ নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ট্যাবলো বাতিল করায় আমরা অত্যন্ত অবাক ৷ প্রস্তাবিত ট্যাবলোটি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী এবং তাঁর আইএনএ-র থিম দিয়ে তৈরি হয়েছিল ৷ ট্যাবলোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, নজরুল ইসলাম, বিরসা মুণ্ডা এবং অন্য আরও অনেক দেশপ্রেমিকদের ছবিতে সাজানো হয়েছিল ৷’’

নেতাজিকে নিয়ে বাঙালি ঠিক কতটা আবেগপ্রবণ তাও চিঠিতে বুঝিয়ে দিয়েছেন মমতা ৷ লিখেছেন, ‘‘কেন্দ্রের এই আচরণে পশ্চিমবঙ্গবাসী ভীষণ দুঃখ পেয়েছেন ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ দেশভাগের সময় এবং কোটি কোটি ভারতবাসীর জন্য বাংলাকে চড়া মূল্য দিতে হয়েছে ৷ দেশের 75তম স্বাধীনতার বছরে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপরোক্ত স্বাধীনতা সংগ্রামীরা স্থান না পাওয়ায় আমরা বিস্মিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.