ETV Bharat / bharat

Tamil Nadu Governor: সরকারের লেখা ভাষণ পাঠে আপত্তি কেন? স্ট্যালিনের প্রতিবাদের পরেই বিধানসভা ছাড়লেন তামিলনাড়ুর রাজ্যপাল

author img

By

Published : Jan 9, 2023, 8:01 PM IST

সোমবার নয়া মাত্রা পেয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে রাজ্যের শাসকদল ডিএমকে-এর বিবাদ ৷ এদিন রাজ্যের লিখে দেওয়া ভাষণ সম্পূর্ণ পাঠ না করেই বিধানসভা ছাড়েন রাজ্যপাল (amil Nadu Governor walks out from assembly)৷

ETV Bharat
বিধানসভা ছাড়লেন তামিলনাড়ুর রাজ্যপাল

চেন্নাই, 9 জানুয়ারি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুর বিধানসভা ৷ প্রারম্ভিক ভাষণের মাঝেই বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি ৷ এমনকি অধিবেশন শেষে জাতীয় সংগীত বেজে ওঠার যে রেওয়াজ, সেই সময়টুকু পর্যন্তও অপেক্ষা করেননি তিনি ৷ এই ঘটনায় চরম মাত্রা পেল এমকে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকারের সঙ্গে রাজ্যপাল আরএন রবির বিবাদ (Tamil Nadu Governor walks out from assembly) ৷

তামিলনাড়ু বিধানসভা অধিবেশনের প্রথম দিন ছিল সোমবার ৷ রীতি অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় অধিবেশন ৷ রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তব্যই পাঠ করেন রাজ্যপাল (Tamil Nadu Governor RN Ravi)৷ কিন্তু এদিন তামিলনাড়ুর রাজ্যপাল সেই রীতি মানেননি বলে ডিএমকে এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিনের অভিযোগ ৷ ভাষণপত্রে 'তামিলনাড়ু' ও দ্রাবিড় রাজনীতির কিংবদন্তিদের নাম লেখা থাকলেও রাজ্যপাল তা পড়েননি ৷ এর তীব্র প্রতিবাদ করেন স্ট্যালিন ও তাঁর দলের বিধায়করা ৷

এরপরেই বিধানসভায় প্রস্তাব এনে বিধানসভার স্পিকারকে শাসকদল অনুরোধ করে, রাজ্যপালের ভাষণের লিখিত বক্তব্যে যে কথা লেখা রয়েছে, শুধু সেই অংশগুলিই যাতে রেকর্ড করা হয় ৷ এরপরেই সভাকক্ষ ত্যাগ করেন রাজ্যপাল রবি ৷ রাজ্যপালের এদিনের ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (CM Stalin questions TN Governor speech) ৷ তিনি বলেন, "এটা ঠিক নয় ৷ যে অংশ লেখা রয়েছে শুধু সেটুকুই রেকর্ড হওয়া উচিত ৷" পরে তিনি আরও বলেন, "রাজ্যপালের ভাষণে সরকারের নীতির কথা উল্লেখ করা থাকে ৷ এই ভাষণের কপি আগেই রাজ্যপালকে দেখিয়ে নেওয়া হয় ৷ এভাবে তিনি নিজের ইচ্ছা ও রাজনৈতিক মতবাদ জোর করে চাপিয়ে দিতে পারেন না ৷ তাঁকে পদ থেকে সরানো উচিত বা তাঁর পদত্যাগ করা উচিত ৷"

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, সরকারের মামলা শুনলই না আদালত !

ডিএমকের অভিযোগ, সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরের নাম, স্বামী বিবেকানন্দের উদ্ধৃতিও এদিন পাঠ করেননি রাজ্যপাল ৷ উল্লেখ্য, তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে সে রাজ্যের রাজ্যপাল আরএন রবির সম্পর্ক বরাবরই তিক্ততার ৷ তাঁকে বিজেপির লোক বলেই দাবি করে থাকে স্ট্যালিনের দল ৷ এই ঘটনা দেখে অনেকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিবাদের কথা মনে পড়ে যাচ্ছে ৷ এই রাজ্যেও রাজ্য-রাজ্যপাল বিবাদ একসময় চরমে পৌঁছেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.