ETV Bharat / bharat

Student Died by Suicide: ছাত্রের মৃত্যুতে দ্রুত শিক্ষা ব্যবস্থায় বদল আনার বার্তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Aug 14, 2023, 12:56 PM IST

Student Died by Suicide ETV BHARAT
Student Died by Suicide

MK Stalin Message to Bring Changes in Education System in Chennai: মেডিক্যাল নিট-এ উত্তীর্ণ হতে না পেরে আত্মঘাতী হয়েছেন চেন্নাইয়ের এক পড়ুয়া ৷ সেই ঘটনার পর এবার দ্রুত শিক্ষা ব্যবস্থায় বদল আনার বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷

চেন্নাই, 14 অগস্ট: চেন্নাইয়ের ক্রোমপেটে এক 19 বছরের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় গত শনিবার সকালে ৷ পরিবারের দাবি, দ্বিতীয়বারেও মেডিক্যাল নিট-এ উত্তীর্ণ হতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন এস জগদ্বীশ্বরণ নামে ওই তরুণ ৷ গত শনিবারের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ সেই সঙ্গে পড়ুয়াদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, খুব দ্রুত শিক্ষা ব্যবস্থায় কাঙ্খিত বদল তাঁর সরকার নিয়ে আসবে ৷

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘‘যুবসামজ যে লড়াই করে চলেছে, তার প্রতি আমি সহানুভূতিশীল ৷ খুব দ্রুত শিক্ষা ব্যবস্থায় বদল আনা হবে ৷’’ তাঁর কথায়, ‘‘রাজনৈতিক পরিবর্তনের সময় যে বদলের কথা আমরা বলেছিলাম, তা আর কয়েক মাসের মধ্যে হবে ৷ এনইইটি-র দেওয়াল ধ্বসে পড়বে ৷ আর যারা বলেছিল 'আমি স্বাক্ষর করব না', তারা সবাই অদৃশ্য হয়ে যাবে ৷’’ মূলত, ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’-এর যে চাপ তা কমাতে, নতুন ব্যবস্থা আনতে চলেছে তামিলনাড়ু সরকার ৷

দু’বার এনইইটি দিয়েও উত্তীর্ণ হতে পারেননি ক্রোমপেটের বাসিন্দা এস জগদ্বীশ্বরণ ৷ যা নিয়ে মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি ৷ এমনকি জগদ্বীশ্বরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাঁর বাবাও হতাশায় ভুগছিলেন ৷ আর গত সপ্তাহের সোমবার তিনিও নাকি আত্মঘাতী হয়েছেন ৷ তাঁরও ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৷ এই ঘটনার পর 19 বছরের তরুণ পুরোপুরি ভেঙে পড়েন ৷ বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছিলেন তিনি ৷ এর পর শনিবার সকালে ঘরের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এস জগদ্বীশ্বরণের ৷

আরও পড়ুন: তিনটি বিষয়ে ফেল! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লি আইআইটিতে

ছাত্রের এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ এই ঘটনাকে খুবই দুখঃজনক উল্লেখ করে তিনি জানান, কোনও ছাত্রের মৃত্যু সবচেয়ে বড় কষ্টের ৷ আর তা যদি কেরিয়ারের ব্যর্থতার কারণে হয়, তা আরও কষ্টদায়ক বলে উল্লেখ করেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.