ETV Bharat / bharat

Climate Change : জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখে হইচই ফেলে দিল 10 বছরের শিরিষ

author img

By

Published : Aug 28, 2021, 6:22 PM IST

জলবায়ুর পরিবর্তন নিয়ে চিন্তিত 10 বছরের শিরিষ সুবাস ৷ এ নিয়ে আস্ত একটা বই লিখে ফেলেছে সে ৷ বইয়ের নাম ‘কার্বন ব্লক পাজল’ ৷ আপাতত অ্য়ামাজনে বিকোচ্ছে শিরিষের লেখা সেই বই ৷

Tamil Nadu : 10 year old author aims to be environmental activist
Climate Change : জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখল 10 বছরের শিরিষ

ভেলোর, 28 অগস্ট : মাত্র 10 বছর বয়সেই জলবায়ুর পরিবর্তন নিয়ে আস্ত একটা বই লিখে ফেলল এক খুদে ৷ শিরিষ সুবাস (Sirish Subash) নামে ওই বালক আদতে তামিলনাড়ুর বাসিন্দা ৷ ইতিমধ্যেই তার লেখা সেই বই প্রকাশিত হয়েছে ৷ বইয়ের নাম ‘কার্বন ব্লক পাজল’ (Carbon Block Puzzle) ৷ জলবায়ুর পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কে আমজনতাকে সচেতন করতেই বই লেখার কথা মাথায় আসে শিরিষের ৷ একদিকে যখন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা জলবায়ুর পরিবর্তন রুখতে মাথার চুল ছিঁড়ছেন, ঠিক তখনই শিরিষের এই প্রয়াস নজর কেড়েছে সংশ্লিষ্ট নানা মহলের ৷

আরও পড়ুন : সুপার পাওয়ার হলেও জলবায়ু সঙ্কট সামলাতে 40টি দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বেজিং

শিরিষ স্কুল পড়ুয়া ৷ ম্য়ারিয়েটা সেন্টার ফর অ্যাডভান্সড অ্য়াকাডেমিকসের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে ৷ তার লেখা বই রমরমিয়ে বিকোচ্ছে অ্য়ামাজনে ৷ শিরিষ জানিয়েছে, তার যখন মাত্র পাঁচ বছর বয়স, তখনই একটা তথ্যচিত্র দেখেছিল সে ৷ যার নাম ‘বিফোর দ্য ফ্লাড’ (Before the Flood) ৷ এই ছবিই তাকে লেখার বিষয়ে প্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছে ছোট্ট শিরিষ ৷ এই বিষয়ে অনুঘটকের কাজ করেছেন শিরিষের শিক্ষিকা অজলা হার্বাল ৷ অজলাই তাকে বিজ্ঞান নিয়ে আরও বেশি করে পড়াশোনা করার জন্য উৎসাহ দেন ৷

2018 সালে, শিরিষের জন্মদিনের অনুষ্ঠানে একটি ঘটনা ঘটে ৷ শিরিষ তার বন্ধুদের সামনেই জলবায়ু পরিবর্তন নিয়ে একটা ছোটখাটো বক্তৃতা দেয় ৷ বন্ধুদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেয় সে ৷ এরপর আট বছর বয়স থেকে এই একই বিষয়ে বই লেখা শুরু করে সে ৷ লেখার কাজ শেষ করতে সময় লাগে পাক্কা দু’বছর ৷ খুদে বয়সে এমন কাজ করে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে শিরিষ ৷ তার নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও ৷ এখনও পর্যন্ত গোটা বিশ্বের 150 জন শিরিষের লেখা বই পড়েছেন ৷

শিরিষের বুদ্ধিমত্তা দেখে তাজ্জব বনে গিয়েছে তার স্কুলও ৷ কর্তৃপক্ষের তরফে তাকে ডাবল প্রোমোশন দেওয়া হয়েছে ৷ ক্লাস ফোর থেকে সরাসরি ক্লাস সিক্সে প্রোমোশন পেয়েছে শিরিষ ৷ প্রসঙ্গত, শিরিষের বাবা সুভাষ অরুমুঙ্গম একটি সফটওয়্যার সংস্থায় কাজ করেন ৷ তাঁর অফিস আমেরিকার জর্জিয়ায় ৷ ইতিমধ্যেই সপরিবার সেদেশে চলে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে মোদিকে আমন্ত্রণ বাইডেনের

ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় শিরিষ বলে, ‘‘জলবায়ুর পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কে আমি এই বই লিখেছি ৷ টেট্রিস নামে একটি গেম রয়েছে ৷ তার সঙ্গে তুলনা করেই জলবায়ুর পরিবর্তন নিয়ে লিখেছি আমি ৷ জলবায়ুর পরিবর্তন গোটা বিশ্বের সমস্যা ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ পরিসংখ্যান বলছে, যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে ভারতের অধিকাংশ উপকূলীয় এলাকারই ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ সালোকসংশ্লেষের মাধ্যমে গাছ সূর্যরশ্মিকে শক্তিতে রূপান্তরিত করে ৷ বর্তমানে সূর্যের আলো ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি ৷ কিন্তু শক্তির এই রূপান্তর যন্ত্রের তুলনায় গাছ আরও ভাল করে করতে পারে ৷ তাই আমার পরিকল্পনা হল, সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যবহার করেই গাছের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন ৷’’ শিরিষ জানিয়েছে, ভবিষ্যতে সে পরিবেশ নিয়ে চলা বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.