ETV Bharat / bharat

বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Jun 8, 2021, 2:17 PM IST

বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর
বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

দলত্যাগ বিরোধী আইনের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

নয়াদিল্লি, 8 জুন : বিজেপির অনেক বিধায়ক তৃণমূল কংগ্রেসের (AITC) সঙ্গে যোগাযোগ করছে ৷ সোমবার এমনই দাবি করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

মঙ্গলবার অভিষেকের এই মন্তব্যের পালটা জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তৃণমূলের তরফে বিজেপির বিধায়কদের ভাঙানোর চেষ্টা করার ফল যে ভালো হবে না, তা সরাসরি বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষের পর নয়াদিল্লিতে দাঁড়িয়ে বললেন, ‘‘এবার শুরুটা করে দেখুন ৷ বিরোধী দলে বিজেপি (BJP) ৷ নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ৷’’

আরও পড়ুন : নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর

এর আগে অবশ্য তিনি উল্লেখ করেন গত দশ বছরে বঙ্গ রাজনীতিতে দলবদলের ইতিহাসকে ৷ জানান যে দলবদল রাজনীতির অঙ্গ ৷ গতবার তৃণমূল শুরু করেছিল ৷ তার পর অন্যদল করে ৷ কিন্তু অন্যদল থেকে তৃণমূলে যাওয়াদের বাঁচাতে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে দেওয়া হয়নি ৷

এর পরই তাঁর হুঁশিয়ারি, এবার আর সেটা হবে না ৷ আর তখনই তিনি মন্তব্য করেন, ‘‘এবার শুরুটা করে দেখুন ৷ বিরোধী দলে বিজেপি ৷ নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ৷’’ এর পর তিনি এই মন্তব্যের ব্যাখ্যাও করেন ৷ জানান, সংসদে দলত্যাগ বিরোধী আইন পাস করানো হয়েছে ৷ সেই আইন কীভাবে কার্যকর করাতে হয়, তা তিনি ভালোই জানেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিজেপিতে যোগ দেওয়া অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন ৷ তবে তৃণমূল এখনও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ এই নিয়েই সোমবার তৃণমূল ভবনে প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তখনই তিনি বিজেপির বিধায়কদের তৃণমূলের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তোলেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : রাজ্যে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে জেলা সফর অভিষেকের

একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দেগেছিলেন অভিষেক ৷ সেই অভিযোগ নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি শুভেন্দু ৷ তাঁর কথায়, শাসক দলে থেকে ভোটের জেতার পর অনেক কথা বলা যায় ৷ কিন্তু তিনি বাম জমানায় বিধায়ক হয়েছেন ৷ লোকসভা নির্বাচনে সিপিএমের লক্ষ্মণ শেঠকে হারিয়েছেন ৷ আর এবার হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তবে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘তৃণমূল আঞ্চলিক দল ৷ ওই দল সম্পর্কে কোনও কথা বলব না ৷’’

উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার পর থেকে জাতীয়স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ অনেকে ইতিমধ্যেই মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘গরুর গাড়ির হেড লাইট ৷’’

আরও পড়ুন : সন্ত্রাস বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মুখ খোলেননি, কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.