ETV Bharat / bharat

Supreme Court: পদ খারিজে 16 শিবসেনার বিধায়কের বিরুদ্ধে শুনানি বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের, ধাক্কা উদ্ধব শিবিরের

author img

By

Published : Jul 11, 2022, 1:48 PM IST

16 জন বিদ্রোহী বিধায়কের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ প্রথম দফার শুনানিতে এই নিয়ে 11 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court) ৷ তার পর এদিন আদালত জানিয়েছে, মহারাষ্ট্র বিধানসভায় এখনই এই নিয়ে শুনানির প্রয়োজন নেই (Supreme Court Stalls Uddhav Move to Disqualify 16 Sena MLAs) ৷

Supreme Court Stalls Uddhav Move to Disqualify 16 Sena MLAs
Supreme Court: পদ খারিজে 16 শিবসেনার বিধায়কের বিরুদ্ধে শুনানি বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের, ধাক্কা উদ্ধব শিবিরের

নয়াদিল্লি, 11 জুলাই : সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ৷ বিদ্রোহী 16 জন বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না বলে সোমবার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ অথচ ওই বিধায়কদেরই পদ খারিজে মরিয়া ছিল উদ্ধব শিবির ৷

সোমবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি কৃষ্ণ মুরারি ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ সেখানেই সুপ্রিম কোর্ট জানায় যে 16 জন বিদ্রোহী বিধায়কের পদ খারিজে এখনই কোনও শুনানি করতে পারবে না মহারাষ্ট্র বিধানসভার (Maharashtra Assembly) অধ্যক্ষ ৷

এদিন সরকার পক্ষের হয়ে মামলা লড়েন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ তাঁকেই এই বিষয়টি মহারাষ্ট্র বিধানসভায় জানিয়ে দিতে বলেছে আদালত ৷ তারা জানিয়েছে, আদালত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মহারাষ্ট্রে শিবসেনা বিধায়করা বিদ্রোহ শুরু করার পর তৎকালীন অধ্যক্ষ 16 জন বিধায়ককে নোটিশ দেয় ৷ তাদের পদ কেন খারিজ হবে না, ওই নোটিশে জানতে চাওয়া হয় ৷ কিন্তু ওই 16 জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ তখন এই বিষয়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷

তার পর অবশ্য মহারাষ্ট্রে রাজনৈতিক চিত্র অনেকটাই বদলে গিয়েছে ৷ সুপ্রিম কোর্টে আস্থা ভোট স্থগিতের আবেদন খারিজ হওয়ার পর পদত্যাগ করেন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ পরদিন শিবসেনার বিদ্রোহী গোষ্ঠী ও বিজেপি সরকার গড়ে ৷ মুখ্যমন্ত্রী হন বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) দলের বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) ৷

এর পর গত 3 ও 4 জুলাই মহারাষ্ট্র বিধানসভার অধিবেশন বসে ৷ সেখানে আস্থা ভোটও হয় ৷ এই নিয়ে পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে ৷ তিনি ওই অধিবেশনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ সেই মামলাগুলিও এদিন শীর্ষ আদালতে শুনানি হতে পারে ৷ এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন উদ্ধব পক্ষের আইনজীবী কপিল সিবল ৷ সেই বিষয়টির নোটও নিয়েছে আদালত ৷

তার পর সুপ্রিম কোর্ট বিদ্রোহী বিধায়কদের পদ খারিজ নিয়ে ওই আদেশ দেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যা বড় অস্বস্তির কারণ হল উদ্ধবের ৷ একনাথ শিন্ডের বিদ্রোহ তাঁর কুর্সি কেড়ে নিয়েছে ৷ তার পর থেকে আত্মবিশ্বাসী একনাথ শিবির শিবসেনার দখল নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ৷

এই পরিস্থিতিতে পালটা চাপ বজায় রেখে চলেছেন উদ্ধব ঠাকরে ৷ কিন্তু এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ তাঁর আশায় কিছুটা হলেও জল ঢালল ৷ ফলে তাঁর রাজনৈতিক সংকট আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন : Uddhav moves to SC: মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.