ETV Bharat / bharat

NCR Pollution Control: দূষণের দায় ইসলামাবাদের ঘাড়ে চাপানোয় সুপ্রিম তিরস্কার যোগী সরকারকে

author img

By

Published : Dec 3, 2021, 6:54 PM IST

Updated : Dec 4, 2021, 8:07 AM IST

Supreme Court rebukes Uttar Pradesh government for blaming Pakistan in NCR Pollution Control hearing
সুপ্রিম কোর্টে তিরস্কৃত যোগী সরকার ।

দূষণের দায় ঠেলে দেওয়া হয়েছিল পাকিস্তানের (Uttar Pradesh Blames Pakistan) ঘাড়ে ৷ তা নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত (Supreme Court of India) হল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government) ৷

নয়াদিল্লি, 03 ডিসেম্বর: দূষণ নিয়ন্ত্রণ (NCR Pollution Control) নিয়ে প্রশ্নের মুখে পড়ে দোষ ঠেলে দেওয়া হয়েছিল পাকিস্তানের (Uttar Pradesh Blames Pakistan) ঘাড়ে ৷ তা নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত (Supreme Court of India) হল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government) ৷ প্রধান বিচারপতির (Chief Justice of India NV Ramana) কাছে বিদ্ধ হয়ে কার্যত মুখ লুকিয়ে ফিরতে হল তাদের ৷

দিল্লি-সহ উত্তর ভারতে দূষণের প্রকোপ নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে (Supreme Court Rebukes UP) ৷ শুক্রবার সেই নিয়ে শুনানি চলাকালীন পাকিস্তানের ঘাড়ে দূষণের দায় চাপান তাদের আইনজীবী রণজিৎ কুমার ৷ তিনি বলেন, ‘‘বাতাসের অভিমুখেই অবস্থান উত্তরপ্রদেশের ৷ সেখানে পাকিস্তান থেকেই মূলত বাতাস ঢোকে ৷ তাই দূষণের জন্য উত্তরপ্রদেশ কোনও ভাবেই দায়ী নয় ৷’’

আরও পড়ুন: Rahul Gandhi Attacks Narendra Modi: কৃষক মৃত্যুর দায় স্বীকার করুন, মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

কিন্তু উত্তরপ্রদেশ সরকারের হয়ে প্রতিনিধিত্ব করা আইনজীবীর ব্যাখ্যায় রুষ্ট হন প্রধান বিচারপতি এনভি রমন ৷ তাতেই তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘অর্থাৎ আপনি চান, আমরা পাকিস্তানের সব কল-কারখানা নিষিদ্ধ করি !’’

দূষণে লাগাম টানতে এর আগে রাজধানী সংলগ্ন এলাকার বাতাসের গুণমান নির্ধারণ কমিশন কল-কারখানার সময়সীমায় লাগাম টানার পক্ষে সওয়াল করে । দিনে 8 ঘণ্টার বেশি কল-কারখানার কাজকর্ম চলা উচিত নয় বলে সুপারিশ করে তারা । কিন্তু তাতে বেঁকে বসে উত্তরপ্রদেশ সরকার । এতে রাজ্যের চিনিকলগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করে তারা । আর তাতেই পাকিস্তানকে দোষারোপ করা হয় । কিন্তু তাতে প্রধান বিচারপতি তাদেরই ভর্ৎসনা করেন ।

আরও পড়ুন: Omicron scare in Mumbai: মুম্বইতে ওমিক্রন আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ফেরত-সহ 9 যাত্রীর করোনা পজিটিভ

Last Updated :Dec 4, 2021, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.