ETV Bharat / bharat

Supreme Court: ভোটের মুখে করের টাকায় কেন বিনামূল্যে পরিষেবা, কেন্দ্র-কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 1:40 PM IST

Supreme Court Issues Notices to Centre: করদাতাদের টাকায় ভোটের মুখে বিনামূল্যে পরিষেবা দেওয়ার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার এই নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের উত্তর জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷ তাই এই নিয়ে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷

Supreme Court
Supreme Court

নয়াদিল্লি, 6 অক্টোবর: বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের ঘুষ দেওয়ার জন্য করদাতাদের অর্থ ব্যবহার করার অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার সেই মামলায় শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার ও দেশের নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে ৷ সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ, রাজস্থানের রাজ্য সরকারগুলির প্রতিক্রিয়া চেয়েছে ৷ কারণ, এই দুই রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তার আগে ওই দুই রাজ্যে ভোটের আগে করদাতাদের টাকায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার অভিযোগ উঠেছে ।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে এ দিন এই মামলার শুনানি হয় ৷ মামলাটি দায়ের করা হয়েছে জনৈক ভাট্টুলাল জৈনের পক্ষ থেকে ৷ এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, দেশের নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে উত্তর জানতে চেয়েছে ৷

পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকেও একই ইস্যুতে নোটিশ জারি করা হয়েছে ওই জনস্বার্থ মামলার ভিত্তিতে ৷ উল্লেখ্য, ওই জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে যে ভোটারদের প্রলুব্ধ করতে মধ্যপ্রদেশ ও রাজস্থানের সরকার করদাতাদের অর্থের অপব্যবহার করছে ৷

শুক্রবার মামলাকারীদের পক্ষে যে আইনজীবী সুপ্রিম কোর্টে হাজির ছিলেন, তিনি বিচারপতিদের সামনে সওয়াল করেন, "নির্বাচনের আগে সরকারের তরফে নগদ বিতরণের চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না । এটা প্রতিবারই ঘটছে এবং শেষ পর্যন্ত করদাতাদের উপর বোঝা চাপছে ৷" সুপ্রিম কোর্ট এই ইস্যুতে এর পর নোটিশ জারি করে ৷ চার সপ্তাহের মধ্যে উত্তর চাওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, ভোটের মুখে রাজনৈতিক দলগুলির এই বিনামূল্যে পরিষেবা দেওয়ার বিষয়টি নতুন নয় ৷ আর এটা কোনও একটি রাজ্যেও সীমাবদ্ধ নেই ৷ প্রায় প্রতিটি রাজ্যে, প্রতিটি রাজনৈতিক দলই এই ধরনের কাজ করে থাকে ৷ ফলে এই নিয়ে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে কী জানানো হয়, কিংবা মধ্যপ্রদেশ ও রাজস্থানের সরকারগুলি কী জানায়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: ফৌজদারি অভিযোগে জনপ্রতিনিধিদের রক্ষাকবচ দেওয়ার বিষয় খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.