ETV Bharat / bharat

Uddhav in Floor Test: বৃহস্পতিবারই 'অ্যাসিড টেস্ট', বুধ-সন্ধ্যায় ইস্তফা উদ্ধবের

author img

By

Published : Jun 29, 2022, 9:40 PM IST

Updated : Jun 29, 2022, 10:21 PM IST

রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন শিবসেনা প্রধান ৷ এদিন একইসঙ্গে সেই আবেদনও নাকচ করে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court orders to the floor test in the Maharashtra Assembly) ৷

Uddhav in Floor Test News
Uddhav in Floor Test News

নয়াদিল্লি, 29 জুন: বাধা নেই আস্থাভোটে ৷ উদ্ধবের অস্বস্তি বাড়িয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বৃহস্পতিবারই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিবসেনা প্রধানকে ৷ বিশেষ অধিবেশন ডেকে শিবসেনা প্রধানকে শক্তিপরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি । সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন শিবসেনা প্রধান ৷ এদিন একইসঙ্গে সেই আবেদনও নাকচ করে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court orders to the floor test in the Maharashtra Assembly) ৷

সুপ্রিম নির্দেশের পরেই ভার্চুয়ালি রাজ্যবাসীর মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ ওই ফেসবুক লাইভ চলাকালীনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে ৷ একই সঙ্গে বিধান পারিষদ থেকেও পদত্যাগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : নাম বদলে অওরঙ্গাবাদ হচ্ছে শম্ভাজী নগর, চাপে পড়ে হিন্দুত্বই তাস উদ্ধবের ?

অন্যদিকে এদিনই মন্ত্রিসভার সদস্যদের বৈঠক শুরু করেছিলেন উদ্ধব । সেই বৈঠকের পরেই শিবসেনার তরফে জানানো হয়েছে, অওরঙ্গাবাদের নাম বদলে ‘শম্ভাজী নগর’ করার প্রস্তাব গৃহীত হয়েছে ৷ একই সঙ্গে ওসমানাবাদের নাম বদলে হচ্ছে ধারাশিব। নভি মুম্বই বিমানবন্দরের নাম পরিবর্তন করে করা হবে ডিবি পাটিল আন্তর্জাতিক বিমানবন্দর ।

  • Supreme Court gives go ahead to the floor test in the Maharashtra Assembly tomorrow; says we are not staying tomorrow's floor test. pic.twitter.com/neYAIftfWe

    — ANI (@ANI) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, অওরঙ্গজেবের নামানুযায়ী শহরের নাম হয়েছিল অওরঙ্গাবাদ ৷ তার বদলে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজী মহারাজের নামে করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের মন্ত্রিসভা ৷ স্বভাবতই প্রশ্ন উঠেছে, বালাসাহেবের আদর্শের ধ্বজাধারী শিন্ডের মোকাবিলা করতেই কি হিন্দুত্বকেই হাতিয়ার করলেন উদ্ধব ?

Last Updated : Jun 29, 2022, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.