ETV Bharat / bharat

Coronavirus India: সংক্রমণ কমলেও দেশে 2 হাজার উপরে দৈনিক মৃত্যু

author img

By

Published : Jul 13, 2021, 12:12 PM IST

করোনায় মৃত্যু শনিবার আবারও হাজার পেরিয়ে গিয়েছিল ৷ সংখ্যাটা ছিল 1 হাজার 206 । রবিবার তা কমে হয় 895 জন ৷ সোমবার আরও কমে হয় 723 । তবে মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী করোনায় মৃত্যু আবার বেড়ে হয়েছে 2020 ৷

COVI
COVI

নয়াদিল্লি, 13 জুলাই : দেশে (Coronavirus In India) 118 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 31 হাজার 443 জন ৷ গতকালের তুলনায় প্রায় 16 শতাংশ কম ৷ গতকাল দেশে আক্রান্তের সংখ্যা ছিল 37 হাজার 154 জন৷ তবে এক ধাক্কায় মৃত্যু বেড়েছে অনেকটাই৷ একদিনে মৃত্যু হয়েছে 2020 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 723৷

গত শুক্রবার থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী দেশের করোনা ভাইরাস সংক্রমণের গ্রাফ ৷ রবিবার আক্রান্ত হন 41 হাজার 506 জন ৷ সোমবার আক্রান্ত হন 37 হাজার 154 জন । তবে সেই সংখ্যাটা আজ অনেকটা কমেছে ৷ করোনায় মৃত্যু শনিবার আবারও হাজার পেরিয়ে গিয়েছিল ৷ সংখ্যাটা ছিল 1 হাজার 206 । রবিবার তা কমে হয় 895 জন ৷ সোমবার আরও কমে হয় 723 । তবে মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী করোনায় মৃত্যু আবার বেড়ে হয়েছে 2020 ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : করোনামুক্ত বেনারসের গঙ্গা, ভাইরাসের চিহ্ন গোমতীতে

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 10 হাজার 784 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 32 হাজার 778 জন , যা গত 109 দিনে সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 49 হাজার 7 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 63হাজার 720 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.28 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.