ETV Bharat / bharat

Bengali Student Died in Kota: রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু কলকাতার পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য

author img

By

Published : Oct 15, 2022, 7:32 PM IST

রাজস্থানের কোটায় বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বাঙালি পড়ুয়ার (Student fell from 9th floor in Kota) ৷ বিষয়টিকে দুর্ঘটনা বলেই দাবি করেছে মৃতের পরিবার (Bengali Student Died in Kota) ৷

ETV Bharat
kota bengali student death

কোটা, 15 অক্টোবর: রাজস্থানের কোটায় বহুলত থেকে পড়ে মৃত্যু হল বাঙালি এক ছাত্রের ৷ জানা গিয়েছে মৃত ওই মৃত ছাত্রের নাম স্বর্নাভ (15) ৷ তার বাড়ি কলকাতায় (boy from Kolkata died in Kota) ৷ গত এক বছর ধরে ওই কিশোর তার মায়ের সঙ্গে কোটার রাজীব গান্ধি নগরের ট্রাইপলিস নামে একটি আবাসনে থাকছিল ৷ তবে স্বর্নাভ আত্মহত্যা করেছে, নাকি দুর্ঘটনাবশত বহুতল থেকে সে পড়ে যায়, এই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওই আবাসন থেকে নীচে পড়ে যায় ওই কিশোর (Student fell from 9th floor in Kota) ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই তার মৃত্যু হয় ৷ তবে এই আকস্মিক মৃত্যুর পরেও স্বর্নাভর পরিবার বিষয়টি নিয়ে তদন্তে রাজি নয় বলে জানা গিয়েছে ৷ মৃত পড়ুয়ার বাবা কলকাতায় থাকেন, তিনি পেশায় ইঞ্জিনিয়ার ৷

আরও পড়ুন: সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুনের অভিযোগ

জানা গিয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়া স্বর্নাভ কোটার ঝালোয়াড়ে স্থিত একটি কোচিং সেন্টার থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ৷ পুলিশকে মৃত কিশোরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পা পিছলে উপর থেকে নীচে পড়ে যায় সে ৷ পরিবার না-চাওয়ায় স্বর্নাভর দেহের ময়নাতদন্তও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ (West Bengal student died in Kota)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.