ETV Bharat / bharat

Student Death in MP: স্কুলেই ধূমপান ! শিক্ষকের কাছে অভিযোগ করায় পিটিয়ে মারা হল ছাত্রকে

author img

By

Published : Jul 29, 2023, 2:42 PM IST

একাদশ শ্রেণির ছাত্র স্কুলেই ধূমপান করছিল ৷ স্কুল শিক্ষককে অভিযোগ করে দ্বাদশ শ্রেণির ছাত্র । পরিণাম, ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ওই একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে ।

ETV Bharat
ধূমপান

তুকোগঞ্জ (মধ্যপ্রদেশ), 29 জুলাই: স্কুলেই ধূমপান করছিল ছাত্র । শিক্ষককে অভিযোগ করতেই, পড়ুয়াকে পিটিয়ে খুন করল আর এক পড়ুয়া ! ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের তুকোগঞ্জ থানা এলাকায় ৷ জানা গিয়েছে, একাদশ শ্রেণির ছাত্র স্কুলেই ধূমপান করছিল ৷ যা দেখে দ্বাদশ শ্রেণির ছাত্র শিক্ষককে জানিয়ে দেন ৷ এরপর ওই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ধূমপান করা ছাত্রের বিরুদ্ধে ৷ পরে আহত ছাত্রের মৃত্যু হয় ৷ এই ঘটনায় নাবালক ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷

সূত্রের খবর, মৃত নাবালক তুকোগঞ্জ থানা এলাকার বিবেকানন্দ স্কুলের ছাত্র ৷ একাদশ শ্রেণির এক ছাত্রের ধূমপান করার বিষয়টি নিয়ে শ্রেণি শিক্ষকের কাছে অভিযোগ জানায় সে ৷ বিষয়টি জানতে পারায় অভিযোগকারী ছাত্রকে বেধড়ক মারধর করে একাদশ শ্রেণির ওই ছাত্র । জানা গিয়েছে, ধুমপান সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে একদল ছাত্র ধূমপান করছে ৷ ভিডিয়োটি শ্রেণি শিক্ষককে দিয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ যার পরিণতি হল ভয়ানক । পড়ুয়ার প্রহারেই প্রাণ দিতে হল ছাত্রটিকে ৷

ওই দ্বাদশ শ্রেণির ছাত্রের পথ আটকে দাঁড়ায় একাদশ শ্রেণির ছাত্রটি ৷ তাদের মধ্যে বচসা বাধে ৷ সেই বচসাই হাতাহাতিতে গড়ায় ৷ জুনিয়র ছাত্রটি সিনিয়র ছাত্রকে আক্রমণ করে ৷ মারের চোটে গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই ছাত্রের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: ধূমপান ও মদ্যপানের অভ্যাস আপনার টাক পড়ার কারণ হতে পারে কি না, জেনে নিন

তুকোগঞ্জ পুলিশ পুরো বিষয়টি জানতে পেরে এই ঘটনায় একাদশ শ্রেণির পড়ুয়া নাবালককে আটক করে এবং পরে গ্রেফতার করা হয় ৷ থানার পুলিশ আধিকারিক কমলেশ শর্মা জানিয়েছেন, এই ছাত্র মৃত্যুর সঙ্গে শ্রেণি শিক্ষকের কাছে অভিযোগ করার বিষয়টি যুক্ত ৷ এ নিয়েই দুই পড়ুয়ার মধ্যে তর্কাতর্কি বাধে ৷ তারপরই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ৷ আরেক অভিযুক্ত ছাত্রের খোঁজ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.