ETV Bharat / bharat

Up Election Alliance: বিজেপি হটাতে উত্তরপ্রদেশে বিরোধী জোটের স্লোগান 'খাদেদা হবে'

author img

By

Published : Oct 27, 2021, 10:37 PM IST

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খেলা হবে' স্লোগানের অনুকরণে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও সুহিলদেব ভারতীয় সমাজ পার্টির নতুন স্লোগান 'খাদেদা হবে ৷ '

Up Election Alliance
উত্তরপ্রদেশে বিরোধী জোটের নয়া স্লোগান 'খাদেদা হবে '

লখনউ, 27 অক্টোবর: 2022 সালের আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট করতে চলেছে সমাজবাদী পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) ৷ আজ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ৷ এবার তাদের নতুন স্লোগান 'খাদেদা হবে 'অর্থাৎ 'তাড়ানো হবে ৷' পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে নয়া স্লোগানের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে স্লোগান ছিল 'খেলা হবে ৷' তারই পরিপ্রেক্ষিতে এই স্লোগান সমাজবাদী পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ৷

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্যই এই স্লোগান বানিয়েছে এই দুই দল ৷ এসবিএসপি-র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'খেলা হবে 'স্লোগান দিয়ে বিজেপিকে পরাস্ত করেছে আমরাও 'খাদেদা হবে 'স্লোগান দিয়ে বিজেপি-কে উত্তরপ্রদেশ থেকে উৎখাত করব ৷" তিনি আরও বলেন, যখন বিজেপি নেতারা আপনাদের গ্রামে আসবে, তখন তাদের দেশে মূল্যবৃদ্ধির কারণ জিজ্ঞাসা করবেন ৷"

আরও পড়ুন: উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক

উত্তরপ্রদেশে বিজেপিকে উৎখাত করতে সে রাজ্যের বিরোধীরা জোটবদ্ধ হয়েছে ৷ সবপক্ষই চাইছে বিজেপি শাসনমুক্ত উত্তরপ্রদেশ ৷ সেজন্য বিরোধী দলগুলি একসঙ্গে নির্বাচন লড়তে চাইছে ৷ আজ এই দুই দলের জোটের কথা ঘোষণা করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.